ম্যাক্রঁর বাক স্বাধীনতার নমুনা
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ইসলামের প্রতি ম্যাক্রঁর দৃষ্টিভঙ্গি পাল্টাতে তার "মানসিক চিকিৎসা করানো দরকার।" এরপর ম্যাক্রঁর শুরু হয় জ্বালা পোড়া। প্যারিসে তুর্কি রাষ্ট্রদুতকে ডেকে ফ্রান্স প্রতিবাদ জানিয়েছে এরদোয়ানের বক্তব্যে। ম্যাক্রঁকে মানসিক চিকিৎসা করানো দরকার বলে বক্তব্যে যদিম্যাক্রঁর এতো গাত্রদাহ শুরু হয় তাহলে মুসলমানদের প্রিয় নবিকে নিয়ে অবমাননাকর কার্টুনের প্রতিবাদ কীরূপ হতে পারে? শুধু কী পণ্য বয়কটই যথেষ্ট? ম্যাক্রঁকে নিয়ে কথা বলার বাক স্বাধীনতা তাহলে কোথায়?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন