জালিমের কারাগারে বন্দি কুরআনের হফেজা ও স্নায়ুবিজ্ঞানী আফিয়া
মো.আবু রায়হানঃ যেদিন আফিয়ার কাহিনি পড়ি সেদিন চোখের পানি ধরে রাখতে পারিনি।মনে মনে স্থির করে রেখেছিলাম একদিন আফিয়াকে নিয়ে এই অধম কিছু লিখবে। অনেক দিন পর তার সম্পর্কে কিছু লেখার সুযোগ হলো।ড. আফিয়া সিদ্দিকী যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিখ্যাত একজন মুসলিম স্নায়ুবিজ্ঞানী।তিনি ১৯৭২ সালের ২ মার্চ পাকিস্তানের করাচির অত্যন্ত দ্বীনদার, সম্ভ্রান্ত অভিজাত ও উচ্চ শিক্ষিত পরিবারে জন্ম গ্রহণ করেন।তার বাবা মুহাম্মদ সালেহ সিদ্দিকী ব্র্রিটেনে শিক্ষাপ্রাপ্ত একজন স্নায়ুবিজ্ঞানী।তার মা ইসমাত সিদ্দিকী একজন সমাজকর্মী ও পাকিস্তানের সাবেক সংসদ সদস্য।বড় ভাই মুহাম্মদ সিদ্দিকী আমেরিকার টেক্সাসে বসবাসরত স্থপতি এবং বড় বোন ফাউজিয়া হার্ভার্ড ও জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত স্নায়ুবিজ্ঞানী, যিনি বর্তমানে বাল্টিমোরের সিনাই হাসপা তালে কর্মরত। তিন ভাই-বোনের মধ্যে আফিয়া সবার ছোট।আফিয়া সিদ্দিকীর শৈশবকাল কাটে আফ্রিকার দেশ জাম্বিয়াতে।৮ বছর বয়স পর্যন্ত তিনি সেখানে ছিলেন।এরপর পাকিস্তানে ফিরে আসেন এবং প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করেন। আফিয়া সিদ্দিকী পবিত্র কুরআন হিফজ করেন।একইভাবে বাইবেল আর তোরাহও প...