নুরের উপর আক্রমণ ঢাবির জন্য অবমাননা
কোটা সংস্কার আন্দোলন থেকে উঠা আসা নুরুল হক নুর এখন যেনতেন কোন ব্যক্তি নয়। নুরের আন্দোলন জীবনের দুটো অংশ। প্রথমতঃ কোটা সংস্কার আন্দোলন তথা ডাকসুর ভিপি নির্বাচিত হবার পূর্ব কাল এবং দ্বিতীয়তঃ বর্তমান ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব গ্রহণ হতে আজ অবধি। ভুলে গেলে চলবে না কোটা সংস্কার আন্দোলনের সময় তার উপর অসংখ্য বার পৈশাচিক শারীরিক আক্রমণ হয়েছে।তারপরেও সে দমিয়ে যায়নি। মূলত নুরের নেতৃত্বে আন্দোলনের কারণে অভিশপ্ত কোটা ব্যবস্থা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। যদিও কার্যকারিতা এখনো দৃশ্যমান নয়। সেই সময়ে তার উপর আক্রমণ যেমন নিন্দিত হয়েছে ক্ষুদ্র একটি মহলের কাছে নন্দিত হয়েছে। যদিও এই সংখ্যা খুবই নগন্য। সুস্থ বিবেকবোধ সম্পন্ন মানুষ কখনো কারো ওপর আক্রমণের দৃশ্য অবলোকন করে পৈশাচিক সুখ অনুভব করতে পারে না।যদিও নুরের উপর আক্রমণের পর যে পৈশাচিক সুখে অবগাহন করে কেউ কেউ সুখানুভূতি পেয়েছিল।কোটা সংস্কার আন্দোলন ছিল একটি যৌক্তিক আন্দোলন।যেখানে সাধারণ শিক্ষার্থীদের (স্বতঃসফুরতো) অংশগ্রহণ ছিল। ক্রমান্বয়ে দানা বেঁধে উঠা সেই আন্দোলনকে কূটকৌশলে এবং বাজে ভাবে বানচাল করার যথেষ্ট অপচেষ্টা চালানো হয়েছিল। শেষ পর্যন্ত কুলে উ