পোস্টগুলি

জুন ১০, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

স্বপ্ন বিলাসী

পড়ন্ত বিকেল কিংবা স্নিগ্ধ সকাল হলেও একদিন তোমাকে আসতেই হবে, হও না তুমি ক্ষণিকের দুর্বা ঘাসের শিশির কিংবা উত্তাল সাগরের এলোকেশে ঝড়, ডুবন্ত মনটাকে ভাসাতে, বাঁচাতে, আশা মনে জাগাতে, একদিন তোমাকে আসতেই হবে। দরিয়ার গর্জনে ভয়হীন পথে নব প্রেরণা, উদ্দমে নির্ভীক সন্তরণে পুষ্প শয্যা সাজাতে অমর কাব্যের প্রতিটি পংক্তির শ্লোকে নিজেকে আঁকাতে, একদিন তোমাকে আসতেই হবে। রংধনুর সাত রঙে রাঙিয়ে প্রভাতের সবিতার মৃদু বিচ্ছুরণে হাসাতে, গোধূলি বেলায় হাতটি বাড়িয়ে আঁধারে আলিঙ্গনে আমাকেও সঙে নিতে একদিন,  সেদিন তোমাকে আসতেই হবে। নিকষ কালো অন্ধকারের গহ্বরের হারিয়ে,  আবার দুটো অস্তিত্ব প্রভাতে জাগাতে, তোমার জন্যই তোমাকে একদিন আসতেই হবে। ৯/৬/১৯ ইং