পুরোনো মজার একটি শিক্ষণীয় গল্প

পুরোনো মজার একটি গল্প। 

#বিটিভির দর্শক সংখ্যা সবচেয়ে বেশি।
#এদেশে ২৩ বছরে মাস্টার্স কমপ্লিট হয়।
#মন্ত্রী মহোদয়গণ অন্যদেশের মন্ত্রীদের পরামর্শ দেন।

ভ্রমণে বের হওয়ার আগে এক রাজা মন্ত্রীর কাছে জানতে চাইলেন, আবহাওয়ার খবর কী? ঝড়-বৃষ্টি হবে নাতো? মন্ত্রী জানালেন, না হবে না। কিছুদূর যাওয়ার পর এক ধোপার সঙ্গে দেখা হলো। ধোপা রাজার কাছে জানতে চাইলো অসময়ে কেন বের হয়েছেন? ঝড়-বৃষ্টি হবে একটু পর। রাজা বিশ্বাস না করে যাত্রা অব্যাহত রাখলেন এবং ঝড় বৃষ্টিতে পড়লেন। ফিরে এসে রাজা মন্ত্রীকে বরখাস্ত করে সেই ধোপাকে মন্ত্রী বানালেন। ধোপা মন্ত্রী হওয়ার পর ভয়ে ভয়ে একদিন রাজার কাছে স্বীকার করলো যে, আবহাওয়া সম্পর্কে সে তেমন কিছইু জানতো না। ঝড়-বৃষ্টি হওয়ার আগে তার গাধাটা কান নাড়াতো এবং ধোপা বুঝে নিতো যে ঝড়-বৃষ্টি হতে পারে। রাজা তখন সেই ধোপাকে বরখাস্ত করে গাধাকে মন্ত্রী বানালেন।
দয়া করে এই গল্পের ভেতর কেউ কোনও মোরাল, রাজনীতি বা মেসেজ খুঁজতে যাবেন না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যে গাছ ইহুদিদের আশ্রয় দেবে অর্থাৎ ইহুদিদের বন্ধু গাছ

রক্তপাতহীন মক্কা বিজয়ের দিন আজ

খন্দক যুদ্ধ কারণ ও ফলাফল