ইসলামি বিধান পালনে মুসলিম দেশের চেয়ে অমুসলিম দেশের মুসলিমরা এগিয়ে
ইসলামি বিধান পালনে মুসলিম দেশের চেয়ে অমুসলিম দেশের মুসলিমরা এগিয়ে-
জরিপে দেখা গেছে সবচেয়ে ইসলামি বিধান মেনে চলা দেশ হচ্ছে নিউজিল্যান্ড এবং দ্বিতীয় অবস্থানে লুক্সেমবার্গ। তারপর এসেছে পর্য্যায়ক্রমে আয়ারল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক ষষ্ঠ ও কানাডা সপ্তম অবস্থানে। মালয়েশিয়া ৩৮তম, কুয়েত ৪৮তম, বাহরাইন ৬৪তম, এবং অবাক করা কান্ড সৌদি আরব ১৩১তম অবস্থানে। গ্লোবাল ইকোনমি জার্নালে প্রকাশিত এই গবেষণায় বাংলাদেশের অবস্থান সৌদীদেরও নীচে।উক্ত জরিপটি মুসলিম বিশ্বের বিখ্যাত পন্ডিত মুহাম্মদ আবদুহ এর বাণীর প্রতিচ্ছবি-
“I went to the West and saw Islam, but no Muslims;
I got back to the East and saw Muslims, but no Islam.”
(আমি পাশ্চাত্যে ইসলাম দেখেছি কিন্তু মুসলিম দেখিনি, প্রাচ্যে ফিরে এসে মুসলিম দেখেছি কিন্তু ইসলাম দেখিনি।)
( জরিপটি করেন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হুসেন আসকারী)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন