#মো. আবু রায়হান আরবি বারো মাসের নবম তম মাস হলো রমজান। অন্যান্য মাসের চেয়ে রমজান মাসের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি।-নবী করিম (দ.) ইরশাদ করেছেন: শা’বান আমার মাস, আর রমজান হলো আল্লাহর মাস’ (মা’সাবাতা বিস্সুন্নাহ) এ মাস এত বেশি মর্যাদাবান হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে -নিন্মোক্ত আলোচনা দ্বারা রমজান মাসের গুরুত্ব সহজে উপলব্ধি করা যেতে পারে। এক এ মাসে কোরআন মজিদ অবতীর্ণ করা হয়েছে, আল্লাহ পাক এরশাদ করেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে আর এ কোরআন মানবজাতির জন্য পথের দিশা, সৎপথের সুস্পষ্ট নিদর্শন, হক বাতিলের পার্থক্যকারী। অতএব, তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাসটি পাবে সে এতে রোজা রাখবে, যদি সে অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে, সে পরবর্তী সময়ে গুনে গুনে সেই পরিমাণ দিন পূরণ করে দেবে। আল্লাহ্ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য কঠিন করতে চান না, যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হিদায়াত দান করার দরুন আল্লাহর মহত্ত্ব বর্ণনার পর কৃতজ্ঞতা স্বীকার করো। (সুরা বাকারা আয়াত ১৮৫ )।শুধু কোরআন নয় অন্যান্য আসমানী কিতাবও একমাসের অবতীর্ণ হয়েছে। হাদিসে বর্ণিত, হযরত ইব্রাহিম (আ.)–এর...