ব্লগারদের নিয়ে কেন এতো ভয়?

সাধারণত ব্লগে যারা লেখেন তাদের ব্লগার বলা হয়। শাহবাগের গণজাগরণ মঞ্চের উদ্ভব পরবর্তীতে এ আন্দোলনের সাথে জড়িত কথিত মুক্তমনা ব্লগারদের আল্লাহ রাসুল (সাঃ) ও ইসলাম সম্পর্কে  কটাক্ষ ও কটুক্তি করে ব্লগে লেখার অভিযোগে কয়েকজন ব্লগারকে জঙ্গিরা হত্যা করে। এরপর থেকে সাধারণ জনমনে ব্লগারদের  নিয়ে সন্দেহের সৃষ্টি হয় ও তাদের ব্যাপারে মনে ভীতি  তৈরী হয়। তখন থেকে ব্লগার মানেই নাস্তিক ও খারাপ এ ধরনের চিন্তা অনেকের মনেই বাসা বাঁধে। রিয়েল ফ্যক্ট হলো প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দুটো দিক আছে। ব্লগ হচ্ছে আপনার চিন্তা চেতনা প্রকাশের মুক্ত প্লাট ফরম। এখানে যেমন একজন ধর্ম বিরোধী তাদের যুক্তিতে যৌক্তিক লেখা লিখতে পারে তেমনিভাবে একজন আস্তিক ধর্মভীরু নিজের ধর্মের চিন্তা ধারা যৌক্তিকভাবে ব্লগে উপস্থাপন করতে পারে। মনে রাখতে হবে ব্লগার মানেই নাস্তিক বা ধর্ম বিরোধী না। এখানে অনেকেই ধর্মীয় লেখা লিখে থাকে।
আপনার হাতে থাকা একটা নাইফ দিয়ে আপনি ইচ্ছা করলে আপেল কেটে খেয়ে নাইফের সঠিক ইউজ করতে পারেন। আবার এ নাইফ কোন দুষ্ট চক্রের হাতে পড়লে সে নাইফ কারো পেটে বসিয়ে দিতে পারে। তেমনি এ প্রযুক্তির আশির্বাদ ও অভিশাপ আছে।  ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। আপনার ওপর নির্ভর করবে এ প্রযুক্তি সঠিক ও সাবলীল ব্যবহার। প্রযুক্তির কোনো দোষ নেই। দোষ হলো এর ব্যবহারকারীর।
সব ব্লগার খারাপ না, এটা তার ব্যবহারের ওপর নির্ভর করে।সুতরাং ব্লগারের নাম শুনলেই ভয় পাবার ও আতঙ্কিত হবার কারণ নেই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যে গাছ ইহুদিদের আশ্রয় দেবে অর্থাৎ ইহুদিদের বন্ধু গাছ

রক্তপাতহীন মক্কা বিজয়ের দিন আজ

খন্দক যুদ্ধ কারণ ও ফলাফল