ইসলামের সুশীতল ছায়াতলে কে এই অ্যান্ড্রু টেট?



এমরি অ্যান্ড্রু টেট তৃতীয় হলেন একজন বিখ্যাত আমেরিকান-ব্রিটিশ অনলাইন ব্যক্তিত্ব এবং প্রাক্তন পেশাদার কিকবক্সার।টেট ১৯৮৬ সালের ১৪ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে জন্মগ্রহণ করেন এবং ইংল্যান্ডের লুটনে বেড়ে ওঠেন।তার আফ্রিকান-আমেরিকান বাবা এমরি টেট ছিলেন একজন আন্তর্জাতিক দাবাড়ু। তার মা ক্যাটারিং তার সহকারী হিসেবে কাজ করতেন। ২০০৫ সালে টেট বক্সিং এবং মার্শাল আর্ট অনুশীলন শুরু করেন। ২০০৮ সালের নভেম্বরে ইন্টারন্যাশনাল স্পোর্ট কিকবক্সিং অ্যাসোসিয়েশন (ISKA) কর্তৃক টেটকে ব্রিটেনের সপ্তম সেরা লাইট-হেভিওয়েট কিকবক্সার হিসেবে স্থান দেওয়া হয়।২০০৯ সালে তিনি ইংল্যান্ডের ডার্বিতে ব্রিটিশ ISKA ফুল কন্টাক্ট ক্রুজারওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এবং ইউরোপে নিজ বিভাগে এক নম্বরে ছিলেন। তিনি তার ১৯টি লড়াইয়ের মধ্যে ১৭টি জিতেছিলেন এবং তিনি বলেছিলেন যে, এটি তার প্রথম বেল্ট ও শিরোপা।২০১১ সালে টেট নকআউটের মাধ্যমে জিন লুক বেনয়টের বিরুদ্ধে তার প্রথম আইএসকেএ বিশ্ব শিরোপা জিতেছিলেন।
২০১২ সালের ডিসেম্বরে টেট এনফিউশন চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ফ্রান্সি গ্রাজের কাছে হেরে যান। তবে পরাজয়ের আগে নকআউটের মাধ্যমে ১৮ টি লড়াইয়ে জিতেছিলেন এবং এর মাধ্যমে বিশ্বের দ্বিতীয় সেরা লাইট-হেভিওয়েট কিকবক্সার হিসেবে স্থান পেয়েছিলেন।২০১৩ সালে ভিনসেন্ট পেটিটজিনের বিরুদ্ধে ১২ রাউন্ডের ম্যাচে টেট তার দ্বিতীয় ISKA বিশ্ব শিরোপা জিতেছিলেন। এর ফলে তিনি দুটি ভিন্ন বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হন।বর্তমান তিনি বক্সিং খেলা থেকে অবসরে রয়েছেন।
কিকবক্সিং ক্যারিয়ার থেকে অবসর নেওয়ার পর টেট তার ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন অনলাইন কোর্স করানো শুরু করেন এবং এভাবেই পরবর্তীতে একজন বিখ্যাত ব্যক্তি হিসেবে খ্যাতি অর্জন করেন। সোশাল মিডিয়ায় নারীবিদ্বেষী মন্তব্য প্রচার করার অভিযোগে তাকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করা হয়েছে। কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর টেট ২০২২ সালের জুলাই ও আগস্টে গুগলে সর্বাধিক অনুসন্ধান-করা ব্যক্তি হয়ে ওঠেন।
মিক্সড মার্শাল আর্ট খেলোয়াড় তাম খান তার টুইটার অ্যাকাউন্ট থেকে সহকর্মী প্রখ্যাত ব্রিটিশ-মার্কিন কিকবক্সার অ্যান্ড্রু টেটের সাথে সালাত আদায়ের একটি ভিডিও শেয়ার করেছেন। টুইট বার্তায় তিনি লিখেছেন, অচিরেই টেটের ভক্তকুলের জন্য হৃদয় শীতলকারী সুসংবাদ আসছে।
ব্রিটিশ-আমেরিকান কিকবক্সার এবং ইন্টারনেট ব্যক্তিত্ব অ্যান্ড্রু টেট ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত সোমবার অ্যান্ড্রু টেট গেটর-এর তার অফিসিয়াল অ্যাকাউন্টে ইসলাম গ্রহণের ঘোষণা দেন। গত রোববার দুবাইয়ের একটি মসজিদে অ্যান্ড্রু টেটের নামাজের একটি ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে। ভিডিওতে অ্যান্ড্রুকে দুবাইতে বিখ্যাত এমএমএ ফাইটার তাম খানের কাছে কীভাবে সালাত আদায় করতে হয় তা শিখতে দেখানো হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যে গাছ ইহুদিদের আশ্রয় দেবে অর্থাৎ ইহুদিদের বন্ধু গাছ

খন্দক যুদ্ধ কারণ ও ফলাফল

রক্তপাতহীন মক্কা বিজয়ের দিন আজ