নও মুসলিম তাকাজাওয়া


তাকাজাওয়া

আপনি কি জানেন যে ইসলাম অন্যান্য দেশের মত জাপানেও দ্রুত বর্ধনশীল ধর্ম? জাপানে গত এক দশকে মুসলিম জনসংখ্যা বেড়ে দ্বিগুণের চেয়ে বেশি হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে দেশটিতে মসজিদের সংখ্যাও বেড়ে গেছে। পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে জাপানে ইসলাম সব থেকে দ্রুত গতিতে বিস্তার লাভ করার খেতাবপ্রাপ্ত। জাপানের ওয়াসেদা ইউনিভার্সিটির টানাডা হিরোফুমির এক জরিপ অনুযায়ী, ২০১০ সালে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজার। কিন্তু ২০১৯ সালের শেষের দিকে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৩০ হাজারে। এর মধ্যে ৫০ হাজারের বেশি মানুষ ধর্মান্তরিত হয়েছেন।

তাকাজাওয়া, তিনি জাপানের সবচেয়ে বিখ্যাত ট্যাটু শিল্পীদের মধ্যে একজন ছিলেন এবং শীর্ষ অভিনেতা, সেলিব্রিটি এবং এমনকি জাপানি ইয়াকুজা মাফিয়ার কর্তাদের সাথে কাজ করছিলেন।
২০০৬ সালে, টোকিওর একটি রাস্তায় হাঁটার সময়, শায়খ নি'মাতুল্লা খলিল ইব্রাহিমের সাথে তাঁর দেখা হয়। যিনি ওসমানীয় সুলতান 'আব্দুল হামিদ' এর যুগের পণ্ডিতদের অধীনে অধ্যয়ন করেছিলেন। সেই সময় শায়খ নি'মাতুল্লা খলিল ইব্রাহিম তাঁকে ইসলাম ধর্মে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র দেন।
তাকাজাওয়া পত্রটি নিয়েছিলেন এবং ভেবেছিলেন এটি একটি ভক্তের চিঠি। কিন্তু যখন তিনি পত্রটি পড়েন তখন তিনি এটি দ্বারা অনুপ্রাণিত হন। তাই তিনি পত্র লেখক শায়খ নি'মাতুল্লা খলিল ইব্রাহিমের সাথে যোগাযোগ করেন এবং ইসলাম ধর্মে ধর্মান্তরিত হবার সিদ্ধান্ত নেওয়ার আগে ইসলাম সম্পর্কে আরও জানতে শুরু করেন এবং তার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রাখেন।
পরবর্তীতে তিনি উল্কি খোদাই করার কাজ ছেড়েছিলেন, যদিও এটি তাকে প্রচুর লাভ এনে দিয়েছিল। তিনি পবিত্র কোরআনের কিছু সুরা মুখস্থ করেছিলেন।একটি দোকানে এটিকে মসজিদে পরিণত করেন এবং সেখানে ইমামের দায়িত্ব পালন করছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যে গাছ ইহুদিদের আশ্রয় দেবে অর্থাৎ ইহুদিদের বন্ধু গাছ

খন্দক যুদ্ধ কারণ ও ফলাফল

রক্তপাতহীন মক্কা বিজয়ের দিন আজ