ইহুদিদের রক্ষায় সুলতান বায়েজিদের জাহাজ প্রেরণ

 

১৪৯২ সালে নৃশংস স্প্যানিশ ইনকুইজিশনের সময়, খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে অস্বীকারকারী মুসলিম ও ইহুদিদের নির্যাতন, হত্যা এবং বহিষ্কার করেছিল। ওই সময় প্রায় ১৩ হাজার ইহুদিদের মৃত্যুদন্ড কার্যকর করেছিল তৎকালীন স্প্যানিশ কর্তৃপক্ষ।
এ স্প্যানিশ ইহুদিরা তখন সবচেয়ে খারাপ অবস্থায় ছিলেন। তাদের স্পেনের ইনকুইজিশন কোর্টের মুখোমুখি হওয়ার আশঙ্কা ছিলো। ওই কোর্ট বা আদালতের রায় ছিলো নিপীড়নমূলক। এটাকে ইহুদি ইতিহাসের সবচেয়ে বিপর্যয়মূলক ঘটনাগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়। ওই সময় আল-হামরা ডিক্রি বা আদেশ অনুসারে ইহুদিদের স্পেন থেকে চলে যেতে বলা হয়। তাদের আরও বলা হয় যে তারা যেন আর কখনও স্পেনে ফিরে না আসেন।১৪৯২ সালের ৩১ মার্চ তারিখে স্বাক্ষরিত ডিক্রিটি ছিলো ১৪৯২ সালের ২ আগস্টের মধ্যে স্পেন থেকে প্রত্যেক ইহুদিকে বহিষ্কারের একটি আদেশ।
উসমানীয় সুলতান বায়েজিদ যখন এই কথা শুনলেন, তখন তিনি ইহুদিদের উদ্ধার করে মুসলিম ভূমিতে তাদের আশ্রয় দেওয়ার জন্য পুরো উসমানীয় নৌবাহিনীকে স্পেনে পাঠান। তারপর তাদের নাগরিকত্ব দেওয়া হয়েছিল, এবং ভালোবাসা ও সম্মানের সাথে আচরণ করা হয়েছিল।হাজার হাজার ইহুদি উসমানীয় অঞ্চল ইস্তাম্বুল ও থেসালোনিকিতে বসতি স্থাপন করে।
যারা ইহুদি উদ্বাস্তুদের সাথে শত্রুতাপূর্ণ আচরণ করেছিল তাদের সবাইকে কারারুদ্ধ করার হুমকি দিয়েছিলেন সুলতান। তিনি ধনী মুসলমানদের ইহুদি পরিবারের জীবনযাত্রার ব্যয় বহন করতে বাধ্য করেছিলেন যখন তারা প্রয়োজন ও অসুবিধায় ছিল।
স্পেন থেকে উসমানীয় ভূমিতে ইহুদিদের আগমনের কারণে এ অঞ্চলে ইহুদি সম্প্রদায়ের জনসংখ্যা বেড়ে গিয়েছিল।উসমানীয় শাসনের অধীনে বসবাসকারী ইহুদিদের প্রায় ৯০ শতাংশ স্প্যানিশ বংশোদ্ভূত ছিলো। মহামতি সুলতান সুলেমানের সময় ইস্তাম্বুলের পাঁচ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ৪০ হাজার ইহুদি ছিলো।
এটাই ইসলাম এবং এটাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যে গাছ ইহুদিদের আশ্রয় দেবে অর্থাৎ ইহুদিদের বন্ধু গাছ

রক্তপাতহীন মক্কা বিজয়ের দিন আজ

খন্দক যুদ্ধ কারণ ও ফলাফল