মঙ্গোলদের ইসলাম গ্রহণ



একদিন খ্রিস্টানদের একটি প্রতিনিধি দল বাগদাদের দিকে রওনা হলো। প্রধান মঙ্গোলিয়ান নেতার খ্রিস্টান ধর্মে দীক্ষিতের অনুষ্ঠান উদযাপনের জন্য। মঙ্গোল সাম্রাজ্য ১২শ শতকের শুরুতে মঙ্গোল সেনাপতি চেঙ্গিস খান কর্ত প্রতিষ্ঠিত একটি বিশালাকার সাম্রাজ্য। ১২শ শতকের শেষে এসে প্রায় সমস্ত পূর্ব ও দক্ষিণ-পশ্চিম এশিয়া এবং মধ্য ইউরোপ পর্যন্ত এটি বিস্তৃত ছিল। এটি ইতিহাসের সর্ববৃহৎ অবিচ্ছিন্ন স্থলসাম্রাজ্য হিসাবে বিবেচিত হয়।) মঙ্গোলিয়ান নেতার কাছে তার প্রিয় শিকারী কুকুর ছিল। একজন খ্রিস্টান তখন মঙ্গোলীয় নেতাকে তার বুদ্ধিমান সিদ্ধান্তের জন্য অভিনন্দন জানাতে শুরু করে এবং তারপরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূত পবিত্র চরিত্র (অনুমিতভাবে তাদের ইসলাম গ্রহণে নিরুৎসাহিত করার জন্য) নিয়ে কুৎসা রটনা শুরু করে।কুকুরটি তখন হিংস্র আচরণ শুরু করে এবং খ্রিস্টানটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মারাত্মকভাবে আঁচড় দেয়। কুকুরটিকে খ্রিস্টান লোকটি থেকে নিবৃত্ত করতে বেশ কিছু লোক চেষ্টা করে।

উপস্থিতিদের মধ্যে একজন খ্রিস্টান লোকটির দিকে ফিরে বললেন, কুকুরটি এমন করেছে কারণ আপনি মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সম্পর্কে যা বলেছেন সেজন্য।
খ্রিস্টান লোকটি তা অস্বীকার করে এবং অহংকার করে বললেন, "না, কুকুরটির প্রতিক্রিয়ার কারণ এটি ছিল না। যখন আমি কথা বলছিলাম, আমি আমার হাত দিয়ে ইশারা করলাম এবং কুকুরটি ভেবেছিল যে আমি তাকে আঘাত করতে যাচ্ছি।
খ্রিস্টান ঘটনাটি দেখে অস্থির হয়ে উঠেছিল এবং মহানবী (সা.)-কে অপমান করতে থাকে। সেই সময় কুকুরটি রাগে ক্ষিপ্ত হয়ে খ্রিস্টানের উপর ঝাঁপিয়ে পড়ে এবং লোকটির গলায় কামড় বসিয়ে দেয়। তার গলা ছিনিয়ে নেয় এবং লোকটি সাথে সাথে মারা যায়।
এই ঘটনাটি সেখানে উপস্থিত ৪০ হাজার মঙ্গোলকে তাদের ধর্ম ত্যাগ করে দীন আল-ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছিল!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যে গাছ ইহুদিদের আশ্রয় দেবে অর্থাৎ ইহুদিদের বন্ধু গাছ

রক্তপাতহীন মক্কা বিজয়ের দিন আজ

খন্দক যুদ্ধ কারণ ও ফলাফল