অনুমান পরিহার

 মিশরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের হত্যাকারীকে বিচারক প্রশ্ন করেন, তুমি সাদাতকে কেন হত্যা করলে?

হত্যাকারী বলল, "কারণ সে ধর্মনিরপেক্ষ!"
বিচারক উত্তর দিলেন: "ধর্মনিরপেক্ষ মানে কি?"
হত্যাকারী বললঃ আমি জানি না!
প্রয়াত মিশরীয় লেখক নাগিব মাহফুজকে হত্যার চেষ্টার মামলায় বিচারক নাগিব মাহফুজকে ছুরিকাঘাতকারী ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিল, "কেন তুমি তাঁকে ছুরিকাঘাত করলে?"
অপরাধী বলল: "তার উপন্যাসের কারণে।
বিচারক তাকে জিজ্ঞাসা করল: "তুমি কি তাঁর কোনো উপন্যাস পড়েছ?"
অপরাধী বললঃ না!
আরেক বিচারক মিশরীয় লেখক 'ফারাজ ফারা'কে হত্যাকারী অভিযুক্তকে জিজ্ঞাসা করেছিল: "তুমি ফারাজকে কেন হত্যা করলে?"
অভিযুক্ত উত্তর দিল: "কারণ সে অবিশ্বাসী!"
বিচারক তাকে জিজ্ঞাসা করলেন: "তুমি কিভাবে জানলে যে সে অবিশ্বাসী?"
অভিযুক্ত উত্তর দিল: "যে বইগুলো সে লিখেছে সে অনুযায়ী।"
বিচারক বললেন: "তাঁর কোন বইতে আপনি জানেন যে তিনি অবিশ্বাসী?"
অভিযুক্ত: "আমি তার বই পড়িনি!"
বিচারক: "কেন?"
অভিযুক্ত উত্তর দিল: " কারণ আমি পড়তে বা লিখতে জানি না!"
জ্ঞানের মাধ্যমে কখনো ঘৃণা ছড়ায় না। এটি সর্বদা অজ্ঞতার মাধ্যমে ছড়িয়ে পড়ে। সমাজ এভাবেই অজ্ঞতার মূল্য দেয়।অজ্ঞতা হল আমরা অন্যদের সম্পর্কে যা শুনেছি তার উপর ভিত্তি করে (বেশিরভাগ ক্ষেত্রে প্রমাণ ছাড়াই) আমরা যা শুনি তার উপর ভিত্তি করে ঘৃণা করি।
‘হে মুমিনগণ, কোনো ফাসেক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে ভালোভাবে যাচাই করে দেখবে, যাতে তোমরা অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি করে না বস। ফলে নিজেদের কৃতকর্মের কারণে তোমাদের অনুতপ্ত হতে হয়। (সুরা : হুজুরাত, আয়াত : ৬) রাসুল (সা.) বলেছেন, কোনো ব্যক্তির মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে কোনো কথা শোনামাত্রই (যাচাই না করে) বলে বেড়ায়। (আবু দাউদ, হাদিস : ৪৯৯২)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যে গাছ ইহুদিদের আশ্রয় দেবে অর্থাৎ ইহুদিদের বন্ধু গাছ

রক্তপাতহীন মক্কা বিজয়ের দিন আজ

খন্দক যুদ্ধ কারণ ও ফলাফল