ইয়ারমুকের যুদ্ধ ও খালিদ বিন ওয়ালিদ






৬৩৬ খ্রিস্টাব্দের আজকের দিনে ইয়ারমুকের যুদ্ধ সংঘটিত হয়েছিল।ইয়ারমুক সিরিয়ার এক নদীর নাম। বর্তমানে এই নদী সিরিয়া, জর্দান এবং ইসরাইলের মধ্যে প্রবাহিত। ইয়ারমুকের যুদ্ধ খ্রিস্টান বাইজেন্টাইন সাম্রাজ্যের সেনাবাহিনী এবং খুলাফায়ে রাশেদুনের বাহিনীর মধ্যে বড় ধরনের যুদ্ধ। হজরত আবু বকর সিদ্দিক রা:-এর খেলাফতের শেষ এবং হজরত ওমর রা:-এর খেলাফতের শুরুতে। রাসূল সা:-এর ইন্তেকালের পর ইয়ারমুকের যুদ্ধই ছিল মুসলমানদের জন্য বড় বিজয়।

এই যুদ্ধে মুসলমানদের নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ এবং বাইজেন্টাইনদের পক্ষে সম্রাট হেরাক্লিয়াস। আনুমানিক ২৪,০০০-৪০,০০০ সৈন্য নিয়ে খালিদ ইয়ারমুকের প্রান্তরে হাজির হন।প্রাথমিক মুসলিম সূত্রানুযায়ী, বাইজান্টাইন সৈন্যসংখ্যা ছিল প্রায় আড়াই লাখ। প্রাথমিক রোমান সূত্রানুযায়ী সেই সংখ্যা প্রায় ১,৪০,০০০ জন। কিন্তু আধুনিক হিসাব অনুযায়ী বাইজান্টাইনরা প্রায় ৮০,০০০ থেকে ১,২০,০০০ সৈন্য নিয়ে ইয়ারমুক যুদ্ধে অবতীর্ণ হয়। সে যা-ই হোক, বাইজান্টাইনদের সৈন্যসংখ্যা মুসলিম বাহিনীর থেকে যে অনেক বেশি ছিল তাতে সকল সূত্রই একমত।
ইয়ারমুকের যুদ্ধ ছিল পৃথিবীর ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক যুদ্ধ। ছয় দিনের এই যুদ্ধের মাধ্যমে বৃহত্তর সিরিয়া বা লেভান্তে বাইজান্টাইন সাম্রাজ্যের ইতি ঘটে। এটি ছিল বাইজান্টাইনদের পতনের প্রথম ধাপ। এই যুদ্ধে জয়ের মাধ্যমে মুসলিমরা পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের রণনৈপুণ্য সমরবিশারদদের অবাক করে। খালিদ বিন ওয়ালিদ পৃথিবীর ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জেনারেলদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। প্রতিপক্ষের চেয়ে অনেক কম সৈন্য নিয়েও কীভাবে সফল নেতৃত্ব ও দৃঢ়তার মাধ্যমে যুদ্ধ জয় করা যায়- এটি তার উৎকৃষ্ট উদাহরণ। এটি ছিল উদীয়মান মুসলিমদের হাতে পরাক্রমশালী বাইজান্টাইনদের এক লজ্জাজনক পরাজয়।।
পরাজিত হয়ে খ্রিস্টান বাহিনী ৬৩৬ - ৬৪৭ সালের মধ্যে মুসলমানদের কাছে আত্মসমর্পণ করে। জেরুজালেমও ৬৩৮ সালে মুসলমানদের দখলে আসে , যা ছিল জেরুজালেমের ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ বিজয়।
ইয়ারমুকের যুদ্ধকে সামরিক ইতিহাসের অন্যতম মীমাংসাকারী যুদ্ধ হিসাবে বিবেচনা করা হয়।
আমেরিকান সামরিক ইতিহাসবিদ জর্জ এফ. নাফজিগার তার Islam at War বইয়ে লিখেন -“Although Yarmouk is little known today, it is one of the most decisive battles in human history…… Had Heraclius’ forces prevailed, the modern world would be so changed as to be unrecognizable.”
The Battle of Yarmuk was the most disastrous defeat ever suffered by the Eastern Roman Empire, which brought an end to the Roman rule in Syria. Soon, Emperor Heraclius would depart from Antioch and travel by land route to Constantinople. On arrival at the border between Syria and what was known to the Muslims as ‘Rome’, he would look back towards Syria and, with a sorrowing heart, lament:
“Salutations to thee, O Syria! And farewell from one who departs. Never again shall the Roman return to thee except in fear. Oh, what a fine land I leave to the enemy!”
সাহাবি খালিদ বিন ওয়ালিদ ছিলেন সেই ব্যক্তি যাকে পারস্যের যুবরাজ প্রশংসা করতেন। খালিদ সেই ব্যক্তি যাকে বাইজেন্টাইনের পুরোহিতরা প্রশংসা করেছিল ।তিনি সেই ব্যক্তি, যিনি যুদ্ধে মুতার যুদ্ধে নয়টি তলোয়ার ভেঙেছিলেন। খালিদ বিন ওায়ালিদ সেই বীরপুরুষ রাসূলুল্লাহ (সা) যাকে আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন। খালিদ সেই ব্যক্তি আবু বকর যার প্রশংসা করেছেন। ইসলাম গ্রহণের পর তিনি মাত্র ১৪ বছর জীবিত ছিলেন। এ অল্প সময়েই তিনি মোট ১৫০টি ছোট-বড় যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। দ্রুত সম্প্রসারণমান ইসলামী সাম্রাজ্য হজরত খালিদ (রা.)-এর হাতেই বিস্তৃত হয়। এ কারণেই রাসূলুল্লাহ (সা) লোকদেরকে খালিদ বিন ওয়ালিদ সম্পর্কে খারাপ কিছু না বলার নির্দেশ দিয়েছেন। কেননা তিনি আল্লাহর তরবারি।
"আমি শাহাদাতের ইচ্ছা নিয়ে এত বেশি যুদ্ধে লড়াই করেছি যে আমার শরীরে এমন কোনো ক্ষতচিহ্ন নেই যা বর্শা বা তলোয়ারের আঘাতের কারণে হয়নি। এর পরেও আমি এখানে, বিছানায় পড়ে একটি বৃদ্ধ উটের মতো মারা যাচ্ছি। কাপুরুষদের চোখ যাতে কখনো শান্তি না পায়।’ খালিদ বিন ওয়ালিদ (রা.)।"(বিশ্বনবীর সাহাবি)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যে গাছ ইহুদিদের আশ্রয় দেবে অর্থাৎ ইহুদিদের বন্ধু গাছ

রক্তপাতহীন মক্কা বিজয়ের দিন আজ

খন্দক যুদ্ধ কারণ ও ফলাফল