ইসলামী স্থাপত্য শিল্পে কীর্তিমান পুরুষ মিমার সিনান
মধ্যযুগ ছিলো জ্ঞান-বিজ্ঞানে মুসলিম উম্মাহর স্বর্ণযুগ। ইতিহাসের এক সোনালী অধ্যায়। জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সাহিত্যের প্রতিটি শাখায় মুসলমানরা বিরল প্রতিভার স্বাক্ষর রেখেছিলো। ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন এমন অসংখ্য মনীষী। তাঁদের উদ্ভাবন ও আবিষ্কার কালের ভ্রুকুটি উপেক্ষা করে পৃথিবীর দিকে দিকে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে।জেরুজালেমের ডোম অফ রক্, হিন্দুস্তানের আগ্রার তাজমহল, আল-আন্দালুস (মুসলিম স্পেন) এর গ্রানাদায় আল-হামরা এবং ওসমানী সাম্রাজ্যের ইস্তানবুলে সুলতান আহমেদ জামে মসজিদ (Blue Mosque) অন্যতম। মধ্যযুগে ইসলামী স্থাপত্য শিল্পে এমনই এক কীর্তিমান পুরুষ হলেন- মিমার সিনান আগা।
পৃথিবীটা যদি সম্পূর্ণ একটি দেশ হিসেবে ধরা হয়, তবে সে দেশের রাজধানী হবে ইস্তানবুল”। বলেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। এই ইস্তানবুলেই জন্মেছিলেন অটোমান সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্যবিদ মিমার সিনান। মিমার সিনান সুলতান দ্বিতীয় বাইজিদ বিন মুহাম্মাদ আল-ফাতিহ্ -এর আমলে ৮-রজব-৮৯৫ হিজরীতে (মোতাবেক ১৫-৪-১৪৮৯ খৃস্টাব্দে) জন্মগ্রহণ করেন। তিনি স্থাপত্যশিল্প নিয়ে ব্যাপক পড়াশোনা করেন। পরবর্তীতে হয়ে উঠেন স্থাপত্যশিল্পের প্রাণ-পুরুষ। এখনো তাঁকে মনে করা হয়, স্থাপত্যবিদ্যা ও প্রকৌশলীর পথিকৃত। সুলতান সুলেমান শাসনামলে তিনি রাষ্ট্রের প্রধান স্থপতি হিসাবে নিয়োগ পান।
সুলতান সুলেমান, সম্রাট দ্বিতীয় সেলিম, তৃতীয় মুরাদের রাজদরবারের স্থাপত্যবিদ এবং পুরকৌশলী কোচা মিমার সিনান আগা। মৃত্যু পর্যন্ত একাধারে ৫০ বছর এ পদে বহাল ছিলেন। এক একটি উপাখ্যান ও রহস্য দিয়ে নির্মাণ করেন প্রতিটি স্থাপনা।
ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী, রাজকীয় উজির ইব্রাহীম পাশার অধীনে তিনি কাজ করেছিলেন এবং পাশার বিদ্যালয়ে শিক্ষানবিশ ছিলেন। প্রাথমিকভাবে সিনান ছুতারের কাজ শেখেন এবং গণিতশাস্ত্রে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেন। তবে পরবর্তীতে নিজের স্বপ্ন ও চাহিদা অনুযায়ী স্থাপত্যবিদদের অধীনে কাজ শেখা শুরু করেন।
১৫১২ সালে তাকে অটোমান সাম্রাজ্যের জন্য নিযুক্ত করা হয়। তৎকালীন কনস্টানটিনোপলে তাকে প্রশিক্ষণের জন্য পাঠানো হয় এবং জানিসারী বাহিনীতে যোগ দেন তিনি। সেখানেই ইসলাম ধর্মে দীক্ষিত হন। এরপর সুলতানের জানিসারী বাহিনীতে নিয়োগ দেয়া হয় তাকে। এই বাহিনী সুলতানের দেহরক্ষী, প্রাসাদের দায়িত্বে নিয়োজিত থাকত। বলা হয়, ইউরোপের প্রথম আধুনিক রক্ষীবাহিনী হচ্ছে অটোমান সাম্রাজ্যের এই জানিসারীরা। খুব দ্রুতই কাজে নিজের পারঙ্গমতা প্রদর্শন করতে শুরু করেন সিনান। ধীরে ধীরে এই বাহিনীর কমান্ডার হন। ‘আগা’ খেতাবটি পেতে তাই বেশিদিন বেগ পেতে হয়নি সিনানের। জানিসারী বাহিনীতে থাকবার সময় নিজের প্রাযুক্তিক এবং প্রকৌশলী দক্ষতা দেখাতে শুরু করেন সিনান। কীভাবে দুর্গের রক্ষণাবেক্ষণের কাজ আরও মজবুতভাবে করা যায়, কীভাবে চারপাশে প্রাচীর আরও ভালোভাবে তুলে দেয়া যায়, তা নিয়ে কাজ করেছিলেন তিনি।
মিমার সিনানকে অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ স্থাপত্যবিদ বলা হয়। তাকে তুলনা করা হয় পশ্চিমের মাইকেল এঞ্জেলোর সাথে। ইতিহাসের বিখ্যাত ও অর্থবহ কিছু ভবনের রুপকার ছিলেন সিনান।উসমানী খেলাফতের প্রসিদ্ধ অনেক স্থাপনাতেই মিমার সিনানের হাতের জাদুময়ী ছোঁয়া রয়েছে। এমনকি ভারতে মুসলিম শাসনের স্মৃতিবিজিড়িত ‘তাজমহলের’ নকশাতেও রয়েছে সিনানের প্রত্যক্ষ অবদান। তিনি আধুনিক যুগের পৃষ্ঠপোষকতা ছাড়াই তাঁর সময়ে বসফরাসের তলদেশ দিয়ে সুড়ঙ্গপথ নির্মানের কথা চিন্তা করেছিলেন। সেই যুগে তাঁর এমন কিছু উদ্ভাবন রয়েছে আধুনিক বিজ্ঞান আজও সেখানে পৌছতে পারেনি। তিনি তুরস্কে (ছোট-বড় মিলে) ১৩৬টি মসজিদ, ৫৭টি মাদরাসা, ১৭টি মক্তব, ২২টি (গম্বুজ বিশিষ্ট) বড় কবরস্থান, ৩টি চিকিৎসাকেন্দ্র, ৬টি ঝুলন্ত সেতু, ৯টি পানির বড় লাইন, ৮টি সেতু, ২০টি মেহমানখানা, ৩টি ব্যাংক, ১৮টি বিশ্রামাগার, ৩৫টি প্রাসাদ, ১৬টি লঙ্গরখানা, ৩টি বৃদ্ধাশ্রম, ৮টি গুদাম এবং ৪১টি হাম্মামসহ মোট ৪৪১টি স্থাপনা নির্মাণ করেছেন।
১৫৪৩ সালে সুলতান সুলেমানের এক ছেলে রাজপুত্র মেহমেদ ২১ বছর বয়সে গুটিবসন্তে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে, সুলতান তার সম্মানে ইস্তানবুলে স্থানীয় অধিবাসীদের জন্য বৃহৎ একটি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন। সিনানের জন্য এটি ছিলো বড় স্মরণীয় কোনও মসজিদ নির্মাণ করার প্রথম সুযোগ। পরবর্তী ৪ বছর ধরে সিনান ইস্তানবুল শহরের কেন্দ্রে এই শেহজাদে জামি (মসজিদ) তৈরি করেন। নির্মাণকাজ শেষ হলে মসজিদটি শহরের একটি প্রধান স্থাপনা এবং কেন্দ্রীয় মসজিদে পরিনত হয়। শেহজাদে জামি কেবল একটি মসজিদই ছিলোনা; পাশাপাশি এতে একটি ছিলো কমপ্লেক্স — যেখানে ছিলো একটি স্কুল, দরিদ্রদের জন্য একটি লঙ্গরখানা—যেখানে রান্নাবান্নার জন্য উৎকৃষ্ট সব আয়োজন ছিলো, ছিলো পথিকদের জন্য ঘুমানোর জায়গা এবং রাজপুত্র মেহমেদের কবরখানা। সুলতান সুলেয়মান সিনানের এই কাজে খুবই সন্তুষ্ট হলেও, সিনান একে নিজের সেরা কর্ম হিসেবে ভাবতে পারেননি। তিনি মনে করতেন যে এরচেয়েও উৎকৃষ্ট কিছু নির্মাণ করার ক্ষমতা তার আছে।
মিমার সিনানের অন্যতম উদ্ভাবন হলো- ওসমানি খেলাফতের সবচেয়ে বড় মসজিদ হিসাবে স্বীকৃত সুলায়মানিয়া মসজিদ। এটি স্থাপত্যশিল্পের বিচারে পৃথিবীর হাতে গোনা কয়েকটি মসজিদের একটি। মসজিদের মূল ছালাতক্ষটি দৈর্ঘ্যে ৬৯ মিটার এবং প্রস্থে ৬৩ মিটার। মসজিদে ২০-২৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে। সিনান কক্ষের আয়তন, ছাদের উচ্চতা, খুঁটিগুলোর দূরত্ব ও গম্বুজে এমন প্রকৌশল ব্যবহার করেছেন যেন খতীবের প্রতিটি কথা ‘লাউডস্পীকার ছাড়াই’ পুরো ছালাতকক্ষে সমান মাত্রায় শোনা যায়। মসজিদের চারটি উচু মিনার রয়েছে। প্রতিটি তিন স্তর বিশিষ্ট। আর এর গম্বুজগুলো ‘আয়াসোফিয়া’ থেকেও অনেক উচু।
উপরন্তু মুসলিম স্থপতি সিনান এ মসজিদে এমন প্রযুক্তি ব্যবহার করেছেন যা বড় বড় প্রাকৃতিক দুর্যোগগুলোকে প্রতিরোধ করবে। ভূমিকম্পে মসজিদ নৌকার মত দুলবে, কিন্তু কোন ক্ষতি হবে না। ইসলাম বিদ্বেষী প্রাচ্যবিদ বার্নাড লুইস অবশেষে বাধ্য হয়ে লিখেছেন, ‘জামে সুলায়মানিয়া হলো সিনানের সুন্দরতম স্থাপত্যকীর্তি এবং সকল ঐতিহাসিক একমত যে, তিনিই সর্বকালের সেরা স্থপতি।’
মিমার সিনানের প্রতিটি নির্মাণই এমন একেকটি উপাখ্যান ও রহস্যেঘেরা। তুরস্কের অসংখ্য মসজিদ-মাদরাসা আজও তাঁর স্মৃতি বহন করছে। মসজিদ-মাদরাসা ও ইসলামি স্থাপত্য-শিল্পের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় আজও অমর হয়ে আছেন মিমার সিনান ক্রন গুরলেট সিনানের স্থাপত্যশৈলীর প্রতি মুগ্ধতা প্রকাশ করে লিখেছেন, গম্বুজ নির্মাণের ক্ষেত্রে সিনান এমন নৈপুন্যতা প্রদর্শন করেছেন স্থাপত্যের ইতিহাসে যার কোন জুড়ি নেই। তিনি চৌকা, ছয়কোনী বা আটকোণী পিলার ভিত্তি প্রস্তর করেন যার উপর ভবনের ভেতরাংশ স্থাপন করে থাকেন। দূরত্ব থাকে অনেক। বিশাল বারান্দা থাকে। ভবন থাকে সুবিন্যস্ত ও সুসামঞ্জস্যপূর্ণ। প্রাসাদের ভেতরাংশের সবচে বেশী গুরুত্ব দিতেন। আর তাঁর হাতের ছোয়ায় বহিরাংশ হয়ে উঠত ঝলমলকপূর্ণ।১৫৫৭ সালে যখন মসজিদটির নির্মাণকাজ শেষ হয়, তখন এটি সত্যিকারের ‘মাস্টারপিস’ হিসেবেই বিবেচিত হয়। যা নির্মার্ণের পাঁচশত বছর পর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা দেয় ১৯৮৫ সালে।
১৫৬৬ সালে সুলেয়মানের মৃত্যুর পর তার পুত্র খলীফা দ্বিতীয় সেলিমও নিজের নামে একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন। তবে এবার ইস্তানবুলে নয়; বরং ইস্তানবুল থেকে ২০০ কিলোমিটার দূরে Edirne শহরে এই মসজিদের নির্মাণের স্থান নির্ধারত হয়। এর নির্মাণকাজ শুরুর সময়ে সিনান সত্তরোর্ধ এক প্রৌঢ় হওয়া সত্ত্বেও, তিনি হাজিয়া সোফিয়ার শ্রেষ্ঠত্বকে পিছনে ফেলার জন্য লক্ষ্যে ছিলেন অটল। অবশেষে ১৫৭৪ সালে মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন করার মধ্য দিয়ে উনি এ লক্ষ্য অর্জনে সফল হন।
সিনান ১৫২১, ১৫২২ ও ১৫৩৪ সালে ওসমানী বাহিনীর হয়ে যুদ্ধ অংশগ্রহণ করে অসাধারণ সামরিক দক্ষতা ও সাহসিকতা প্রদর্শন করেন। কীর্তিমান খোদাভিরু এ স্থপতি ১২-জুমাদাল উলা-৯৮৬ সালে (মোতাবেক ১৭-জুলাই-১৫৮৮ খৃস্টাব্দ) ইন্তেকাল করেন। সুলায়মানিয়া মসজিদের লাগোয়া কবরস্থানে সুলতান সুলেমানের অদূরে তিনি চিরনিদ্রায় শায়িত রয়েছেন।
পরবর্তীতে তার শিষ্যগণ সমগ্র বিশ্বজুড়েই নির্মাণকাজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিলেন, যার অন্যতম উদাহরণ হলো ইস্তানবুলের সুলতান আহমেদ মসজিদ (Blue Mosque) এবং ভারতের আগ্রার তাজমহল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন