ফিলিস্তিনিদের কণ্ঠস্বর


ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হন শিরীন আবু আকলেহ। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হওয়ার সময় তাঁর পরনে ইংরেজিতে বড় করে ‘প্রেস’ লেখা জ্যাকেট ছিল। ওই সময় শিবিরটিতে কথিত সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছিল ইসরায়েলি সেনারা।সাংবাদিক শিরীনকে হত্যার বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েল। তারা দাবি করেছে, ‘সম্ভবত’ অস্ত্রধারী ফিলিস্তিনিদের গুলি শিরীনের শরীরে লেগেছে। তবে প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক বলেছেন, ঘটনাস্থলে কোন ফিলিস্তিনি অস্ত্রধারী ছিল না।ঘটনার পর আলজাজিরা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করে ইসরায়েলি দখলদার বাহিনী ঠাণ্ডা মাথায় আলজাজিরার ফিলিস্তিন প্রতিনিধিকে সকালে (গতকাল) সাংবাদিকতার দায়িত্ব পালনকালে নির্মমভাবে খুন করেছে।’সাহসী সাংবাদিক শিরীন আরব বিশ্বের সাংবাদিকদের কাছে একজন অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন।শিরীন আবু আকলেহে কিছুদিন আগে এক ভিডিওতে বলেছিলেন, সাধারণ মানুষের কাছে যেতে আর তাদের কণ্ঠকে সারা বিশ্বে ছড়িয়ে দিতেই তিনি সাংবাদিকতাকে বেছে নিয়েছেন। আল জাজিরার ফিলিস্তিনি সাংবাদিক শিরীনকে বলা হতো ফিলিস্তিনের নির্যাতিত মানুষের কণ্ঠস্বর।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে তথ্য প্রদানে সাহসী ভূমিকার জন্য আরব বিশ্বে পরিচিত মুখ ছিলেন শিরীন আবু আকলেহ। অভিজ্ঞ এই সাংবাদিকের মাধ্যমে প্রায় তিন দশক ধরে বিশ্ব জেনেছে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের সংগ্রামের কথা।ফিলিস্তিনের অবরুদ্ধ অঞ্চল পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলী বাহিনীর অভিযানের তথ্য সংগ্রহ করতে গিয়ে এবার নিজেই সংবাদের শিরোনাম হলেন শিরীন আবু আকলেহ।ক্যাথলিক খ্রিষ্টান পরিবারে জন্ম নেওয়া শিরীন সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেন। বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করার পর ১৯৯৭ সালে আল জাজিরায় যোগ দেন। ৫১ বছর বয়সী এই সাংবাদিক প্রতিষ্ঠানটির মাঠ পর্যায়ের শুরুর সাংবাদিকদের একজন ছিলেন। তার মৃত্যুতে আল-জাজিরা কার্যালয়ে শোক নেমে আসে। সহকর্মীরা তার মৃত্যুকে সংবাদমাধ্যমের জন্য বড় ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন। জনমুখী সাংবাদিকতা আর অনন্য পেশাদারির কারণে সর্বসাধারণের ভালবাসা নিয়ে বিদায় নিচ্ছেন ফিলিস্তিনি সাংবাদিক শিরীন আবু আকলেহে। Israel killed her because Israel strongly believes that killing the messenger will stop the message. However, Israel doesn't realize that all the Palestinians are messengers of the message of the Holy Land of Palestine.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যে গাছ ইহুদিদের আশ্রয় দেবে অর্থাৎ ইহুদিদের বন্ধু গাছ

রক্তপাতহীন মক্কা বিজয়ের দিন আজ

খন্দক যুদ্ধ কারণ ও ফলাফল