বিল গেটসের জামাই ঘোড়দৌড়বিদ নায়েল নাসের
মো.আবু রায়হান
৩০ বছর বয়সী মিসরীয় মুসলিম যুবক নায়েল নাসের একজন পেশাদার ঘোড়দৌড়বিদ। নাসেরের মা-বাবা মিশরীয়। বাবা-মায়ের কর্মস্থল কুয়েতে তার শৈশব কেটেছে। এরপর ২০০৯ সালে ক্যালিফোর্নিয়াতে চলে আসার পর ঘোরদৌড়ে তার আগ্রহ জাগে।ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিল গেটস কন্যা জেনিফার গেটসের সঙ্গে তার পরিচয় হয়।দু'জনেরই ছিল ঘোড়দৌড়ের প্রতি ভীষণ আগ্রহ। এই আগ্রহের কারণেই দু’জনে আরও কাছাকাছি আসেন।একসঙ্গে বিভিন্ন ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশও নেন। এভাবেই ধীরে ধীরে জেনিফারের মনে জায়গা করে নেন নাসের।খুব শিগশিরই তা প্রণয়ে রূপ নেয়। ২০১৩ সালে স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক পাস করেন নাসের। ২০১৮ সালে জেনিফারকে হিউম্যান বায়োলজিতে সাহায্য করার জন্য ফের বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন তিনি।
ক্যালিফোর্নিয়ায় সম্প্রতি নিজের প্রাক বিবাহ পার্টিও সেরে নিয়েছেন বিশ্বের কোটি কোটি তরুণের স্বপ্নকন্যা জেনিফার। ২০২০ সালের জানুয়ারিতে বাগদানের ঘোষণা দেন জেনিফার ও নাসের। খুব শিগগিরই দুজনের বিয়ের ঘোষণাও দেয়া রয়েছে। হবু স্বামী নায়েল নাসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বরফাচ্ছাদিত স্থানে দু’জনের ঘনিষ্ঠ একটি ছবি পোস্ট দিয়ে জেনিফার তার এঙ্গেজমেন্টের খবর জানান। পোস্টে তিনি লেখেন, ‘নায়েল নাসের, তুমি অনন্য। এই ছুটিতে তুমি আমায় সবচেয়ে অর্থপূর্ণ একটি জায়গায় এনে আমাকে অবাক করে দিলে, যা আমাদের অনেক যৌথ স্বপ্নেরও অতীত। বাকি জীবনটা আরো শেখা, বড় হওয়া, হাসি-আনন্দ আর ভালোবাসার মধ্য দিয়ে কাটিয়ে দেয়ার আশায় আমার আর ত্বর সইছে না।’
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নাসের লিখেছেন, সে হ্যাঁ বলেছে!! হবু স্ত্রীর সঙ্গে ছবির ক্যাপশনে তিনি লেখেন, এই মুহূর্তে নিজেকে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান (সুখী) মানুষ বলে মনে হচ্ছে। জেন, আমি যতোদূর কল্পনা করতে পারি, তার সবকিছু তুমি...এবং আরো বেশি কিছু। তোমার সঙ্গে জীবন কাটাবো বলে আর দেরি সইছে না। তোমাকে ছাড়া আর নিজেকে কল্পনা করতে পারছি না। ‘প্রত্যেকটি দিন স্বপ্নের মতো সাজিয়ে তোলার’ জন্য হবু স্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন নাসের।
প্রায় ৬০ বছর পর ২০২০ সালের অলিম্পিকের (টোকিও) চূড়ান্ত পর্বে মিসরের জায়গা করে নেওয়ার ক্ষেত্রে নাসেরের অনন্য ভূমিকা রয়েছে। তাদের বিয়ের আগেই নিজের হবু জামাইয়ের অলিম্পিক পারফরম্যান্স দেখতে মুখিয়ে রয়েছেন বিল গেটস।৩১ জুলাই নাসেরের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে বিল গেটস লিখেছেন, ‘টোকিওতে অনেক অ্যাথলেটকেই সমর্থন দিচ্ছি এখন। কিন্তু আমার হবু মেয়ের জামাই, নায়েল নাসেরই সবচেয়ে বেশি সমর্থন পাচ্ছে। শুভকামনা, নায়েল।’আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় ইকুয়েস্ত্রিয়ানের একক জাম্পিং ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ডে নামেন নাসের। তবে নাসারের মূল ইভেন্ট অবশ্য দলীয়। আগামী ৬ আগস্ট ইকুয়েস্ত্রিয়ানের দলীয় ইভেন্টে মিশরের হয়ে খেলবেন নাসার। যেখানে তার বাকি সতীর্থরা হলেন মোহামেদ তাহের জিয়াদা, সামেহ আল দাহান ও আবদুল কাদের সাঈদ।২০২১ সালের শুরুতে আংটি বদল করেছেন জেনিফার আর নাসের। খুব শিগগিরিই গাঁটছড়া বাঁধতে চলেছেন তারা। নায়েল নাসেরের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে একটি ব্যবসাও রয়েছে। বিয়ের পর সান দিয়েগোতে সংসার শুরু করবেন জেনিফার-নাসের।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন