অপ্রিয় কথন
কিছু বিজ্ঞ মানুষের মতামত ফ্রান্সের পণ্য বয়কট না করে পাসপোর্ট বর্জন করেন। আবার বলেন, এখনই ফ্রান্সের ভিসা পেলে তারা নাকি লুফে নেবেন। এরকমই একটি পোস্ট দেখলাম ঢাবির একজন শিক্ষকের। এমন বলদ মার্কা পোস্ট দেয়া একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন কিভাবে? সমাজে রাষ্ট্রে যারা নির্যাতন নিপীড়ন চালান তারা দানবীয় শক্তির অধিকারী তাদের তুলনায় শক্তিহীন নিপীড়িত মানুষের প্রতিরোধ প্রতিশোধের অবলম্বন অতি তুচ্ছ। তাদের অবলম্বন চোখের জল, ঘৃণা, আর ছোটখাটো বিষয়ে অসহযোগিতা করে তাদের বিব্রত করা।যারা ফ্রান্সের পণ্য বয়কট নিয়ে বিরুদ্ধাচারণ করছে তারা হয়তো ভারতের ইতিহাসে সংঘটিত স্বদেশী আন্দোলন ও ব্রিটিশ পণ্য বর্জন আন্দোলনের কথা শোনেননি। ফ্রান্সের পণ্য বয়কট করায় মধ্যপ্রাচ্য জুড়ে ফরাসি পণ্য মহাসংকটে। ইতোমধ্যে ফ্রান্স সরকার তাদের পণ্য বয়কট না করতে অনুরোধ জানিয়েছেন। দেখুন পণ্য বয়কট কতটা সফল হতে পারে। এক্ষেত্রে ফরাসি মুসলিম জনগোষ্ঠী হয়তো ফরাসি সরকারের রোষানল হতে কিছুটা রক্ষা পাবে। প্রতিবাদ ছোট হোক বড় হোক, নিজস্ব অবস্থান থেকে তুলে ধরলে একদিন যালিমের মসনদে অবশ্যই কম্পন ধরবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন