ভিয়েতনামে ইসলাম ও মুসলমান



মো.আবু রায়হানঃভিয়েতনামের সরকারী নাম সোশ্যালিস্ট রিপাবলিক অব ভিয়েতনাম।ভিয়েতনাম ইন্দো-চীন উপদ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র। দেশটির উত্তরে গণচীন, পশ্চিমে লাওস ও কম্বোডিয়া, দক্ষিণ ও পূর্বে দক্ষিণ চীন সাগর অবস্থিত। ভিয়েতনামের মোট আয়তন তিন লাখ ২৯ হাজার ২৪৭ বর্গকিলোমিটার।দেশটির আকৃতি অনেকটা ইংরেজি এস (s) অক্ষরের মত। এটি উত্তরে চীনের সীমান্ত থেকে শুরু হয়ে দক্ষিণে থাইল্যান্ড উপসাগর পর্যন্ত উত্তর-দক্ষিণে প্রায় ১৫০০ কিলোমিটার বিস্তৃত। ১৯৭৬ সালে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম পুনরেকত্রিত হওয়ার পর থেকে দেশটির রাজধানী হ্যানয়। হো চি মিন সিটি হল বৃহত্তম শহর।ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি শাসিত একটি একদলীয় সাংবিধানিক প্রজাতন্ত্র। ১৯৪৫ সালের ২রা সেপ্টেম্বর দেশটি স্বাধীনতা লাভ করে। জনসংখ্যা আট কোটি ৯৭ লাখ (জাতিসংঘের তথ্য ২০১২)ভিয়েতনামে ৫৩টি ভিন্ন জাতিগত ও ভাষাগত গোষ্ঠী বসবাস করেন। তবে ভিয়েত বা ভিয়েতনামীয় জাতির লোকেরাই সর্বতোভাবে সংখ্যাগরিষ্ঠ।দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। ভিয়েতনামের সবচেয়ে প্রাচীন তিনটি ধর্ম হল মহায়ন বৌদ্ধধর্ম, কনফুসিয়াসবাদ এবং তাওবাদ। এগুলি ভিয়েতনামে ত্রিধর্ম নামে পরিচিত। এছাড়াও এখানে রোমান ক্যাথলিক ধারার খ্রিস্টধর্ম, কাও দাই, হোয়াও হো ধর্মের উল্লেখযোগ্য সংখ্যালঘু সম্প্রদায় আছে। সাম্প্রতিক শতকগুলিতে ভিয়েতনামে প্রোটেস্টান্ট ধারার খ্রিস্টধর্ম, ইসলাম, হিন্দুধর্ম এবং থেরবাদ বৌদ্ধধর্ম প্রচলিত হয়। ভিয়েতনামের ৬টি ধর্মীয় গোষ্ঠীর মধ্যে মুসলমানরাই হচ্ছে সবচেয়ে ছোট জনগোষ্ঠী।
ভিয়েতনামের সংস্কৃতি চীনাদের দ্বারা প্রভাবিত হলেও মুসলমানরা আলাদা সংস্কৃতি বজায় রেখে চলেছে যদিও সেখানে তারা একেবারেই ক্ষুদ্র একটি জনগোষ্ঠী। ভিয়েতনামের ১৯৯৯ সালের আদমশুমারিতে ৬৩১৪৬ জন মুসলমান ছিল। দক্ষিণ মধ্য উপকূলে ৭৭% এরও বেশি লোক বাস করত, নিনাহ থুয়ান প্রদেশে ৩৪%, বেন থুয়ান প্রদেশে ২৪% এবং হো চি মিন সিটিতে ৯% বাস করত; আরও ২২% মেকং ডেল্টা অঞ্চলে বাস করতেন, মূলত আন জিয়াং প্রদেশে। মাত্র ১% মুসলমান দেশের অন্যান্য অঞ্চলে বাস করত।হো চি মিন সিটির শহরতলীতে অবস্থিত ডিস্ট্রিক্ট-৮ নামে অভিহিত একটি অঞ্চলে মুসলমানরা বসবাস করছে। মেট্টোপলিটান এলাকায় বসবাসকারী এসব মুসলমান চাম মুসলিম নামে পরিচিত। ১৩ শ'র বেশি মুসলমান এই শহরতলীতে বাস করে। তাদের রয়েছে হালাল রেস্তোরাঁ, বড় আকারের একটি মসজিদ ও মাদরাসা। এ থেকে উচ্চতর শিক্ষালাভের জন্য প্রতি বছরই ছাত্রদের মালয়েশিয়ায় পাঠানো হয়। ৮ কোটি ৬০ লাখ অধিবাসীর দেশ ভিয়েতনামে চাম মুসলমানের সংখ্যা ১ লাখের বেশি। ভিয়েতনামের মেকং ডেল্টা এলাকার মেকং নদীর ধারে কম্বোডিয়া সীমান্তে যোগাযোগ বিচ্ছিন্ন এক গ্রামে মুসলমান জনসাধারণ চাম জনগোষ্ঠী নামে পরিচিত। ভিয়েতনামের কম্বোডিয়া সীমান্ত ঘেঁষে বয়ে গেছে মেকং নদী। নদীর তীর ধরে গড়ে উঠেছে অ্যান গিয়াং প্রদেশ। প্রদেশের অন্যতম জেলা মেকং ডেল্টা। এই মেকং ডেল্টায় সাউ ডক নামক গ্রামটির অবস্থান। গ্রামটির আয়তন প্রায় ১০৫ বর্গ কিলোমিটার। ২০১৩ সালের আদমশুমারি অনুসারে গ্রামটির মোট জনসংখ্যা ১,৫৭,২৯৪ জন। গ্রামের প্রধান ধর্ম বৌদ্ধ, দ্বিতীয় প্রধান ধর্ম ইসলাম। এরা সবাই এখানকার আদিবাসী জনগোষ্ঠী। মেকং ডেল্টাসহ দক্ষিণ ভিয়েতনামের বর্তমান এলাকাগুলো একসময়ে চাম্পা রাজার অধীনে ছিল। এই রাজ্যে যারা বসবাস করতো তাদের সবাইকে চাম বলা হতো। চাম্পা রাজত্বের সূচনা ঘটে ১৯২ খ্রিস্টাব্দে। দীর্ঘকাল পর ১৮৩২ খ্রিস্টাব্দে এই রাজত্বের পতন ঘটে। শুরুর দিকে চাম্পা রাজারা হিন্দু ধর্মের অনুসারী ছিলেন, ফলে চাম্পা রাজত্বের অধিকাংশ জনগণ হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। নবম শতকে এসে অত্র অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রভাব বাড়তে থাকে। একাদশ শতকে এসে আরব বণিকদের আগমনের ফলে এই অঞ্চলে ইসলামের প্রভাব বাড়তে থাকে। সপ্তদশ শতকে এই প্রভাব পূর্ণতা লাভ করে। উনবিংশ শতাব্দীতে এসে তা আবার হ্রাস পায়।রাজত্বের পতন ও নানা নির্যাতনের কারণে চাম আদিবাসীরা ছড়িয়ে পড়ে বর্তমান ভিয়েতনাম, কম্বোডিয়া,মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও চীনসহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে। বর্তমানে চাম আদিবাসীদের অধিকাংশই বৌদ্ধ ও হিন্দু ধর্ম প্রভাবিত নিজস্ব ধর্মের অনুসারী। চাম্পা রাজত্বের অধীনস্থ এলাকায় ইসলামের আগমন সম্পর্কে প্রধানত দুটি মত পাওয়া যায়। একদল ইতিহাসবিদের মতে, ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান (রা) এর শাসনামলে অত্র অঞ্চলে সর্বপ্রথম ইসলামের আগমন ঘটে। তাদের মতে, হযরত উসমান (রা) ৬৫০ খ্রিস্টাব্দে তৎকালীন টাং সাম্রাজ্যে, তথা বর্তমান ভিয়েতনাম ও চীনে একজন ইসলামের দূত প্রেরণ করেছিলেন। তিনি চাম্পা সাম্রাজ্যে তার জাহাজ নোঙর করেছিলেন এবং অত্র অঞ্চলে প্রথমবারের মতো ইসলাম প্রচার করেছিলেন। তবে এ সময়ে চাম্পা রাজত্বে ইসলাম তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। আরেকদল ইতিহাসবিদ মনে করেন, উসমান (রা) এর আমলে নয়, বরং একাদশ শতকে চাম্পা রাজত্বে ইসলামের আগমন ঘটে। এ সময়ে অত্র অঞ্চলে আরব বণিকরা চন্দন কাঠের ব্যবসা করতে শুরু করে। এসব আরব বণিকদের অধিকাংশই ছিল ইসলাম ধর্মের অনুসারী। তাদের হাত ধরেই চাম্পা অঞ্চলে ইসলামের প্রসার ঘটতে থাকে। কিন্তু স্থানীয় রাজার ধর্মই অধিকাংশ প্রজাদের ধর্ম হওয়ায় তখনও ইসলাম তেমন প্রভাব বিস্তার সক্ষম হয়নি। পরবর্তীতে সপ্তদশ শতকে এসে এক চাম্পা রাজা ইসলাম ধর্ম গ্রহণ করাতে অত্র অঞ্চলে ইসলামের দ্রুত প্রসার ঘটে। এ সময়ে প্রায় সকল প্রজা ইসলাম ধর্ম গ্রহণ করে। তাং রাজবংশের পতনের পরে আব্বাসীয় খিলাফত আমলে ভিয়েতনামীদের সাথে বাণিজ্য চালিয়ে যায।সপ্তদশ শতকে চাম রাজা অনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন এবং তার লোকদের মাঝে ব্যপকহারে ইসলামের প্রচার শুরু করেন। একই শতকে ভিয়েতনামীদের আগ্রাসনের কারণে ইসলামের প্রচার কাজ থমকে যায়। এর ফলেই হয়তো ভিয়েতনামের মূল ভূখন্ডে ইসলাম খুব সহজে পৌছতে পারেনি । তাদের নামানুসারে কম্বোডিয়ায় তাদের বসবাসের প্রধান অঞ্চলটির নাম হয়েছে কাম্পং চাম বা চামদের বন্দর।ভিয়েতনামের সাউ ডক গ্রামের চ্যাম মুসলমানরা প্রধানত সুন্নি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। গ্রামটিতে বর্তমানে পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মুসলমানদের বেশ যাতায়াত রয়েছে। তাদের সহায়তায় এখানে একটি মসজিদ ও একটি মাদরাসা গড়ে উঠেছে। মসজিদের ও মাদরাসার খরচও মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিভিন্ন ব্যক্তি ও সংস্থার মাধ্যমে জোগাড় হয়। কেননা, স্থানীয় চাম মুসলমানদের অর্থনৈতিক অবস্থা বেশ নিম্ন পর্যায়ের। পুরুষদের অধিকাংশ জেলে। বাকিরা মাছের সাথে সম্পর্কিত অন্যান্য ব্যবসার সাথে যুক্ত। গবেষকরা বলছেন, চামদের শতকরা ৮০ ভাগই ইসলামী অনুশাসন মেনে চলে। In Vietnam, there are about 40 masjid and 21 suraos. The Muslims in Vietnam mostly live in Ho Chi Minh City and An Giang Province, therefore, the largest sanctums are all located in these areas. হো চি মিন সিটিতে ১৬টির মত মসজিদ আছে। এর মধ্যে বিদেশী সহায়তায় কয়েকটি মসজিদ স্থাপিত হয়েছে। চামদের অঞ্চলে সংযুক্ত আরব আমিরাত ও রেডক্রিসেন্টের অর্থসাহায্য ২০০৬ সালে জামিউল আনোয়ার মসজিদটি পুনঃনির্মিত হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে সমর্থন পেলেও চাম মুসলমানরা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সঙ্গেই সবচেয়ে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে থাকে। অনেক বয়স্ক মুসলমান পবিত্র হজব্রত পালন করেছেন। অধিকাংশ মুসলমানের নাম আরবিতে রাখা হয়। চাম মুসলিম মহিলারা সাধারণ হিজাব ও টিলেঢালা পোশাক পরেন।২০০৯ সালের পরিসংখ্যান অনুসারে ভিয়েতনামে মোট ৭৫ হাজার মুসলমান রয়েছে। এর প্রায় ৮০ শতাংশ এই চাম মুসলমান। আদিবাসী হওয়া সত্ত্বেও এখনো তারা সেখানে পুরোপুরি নিরাপদ নয়। সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যে গাছ ইহুদিদের আশ্রয় দেবে অর্থাৎ ইহুদিদের বন্ধু গাছ

রক্তপাতহীন মক্কা বিজয়ের দিন আজ

খন্দক যুদ্ধ কারণ ও ফলাফল