দেড়শ মডেল নিয়ে সৌদি যুবরাজের বিলাসবহুল পার্টির তথ্যফাঁস





Blood and Oil: Mohammed bin Salman's Ruthless Quest for Global Power বইয়ে বেরিয়ে এলো যুবরাজ মুহাম্মদ বিন সালমানের বিভিন্ন দিক । বইটি সমন্ধে মতামত ও পাওয়া যাচ্ছে।John Carreyrou, author of Bad Blood. বলেন, "Blood and Oil is the fascinating and highly entertaining tale of Mohammed bin Salman's rise to power. With fly-on-the-wall reporting and palace intrigue worthy of Machiavelli, it will keep you turning the pages at a fast clip until its tragic denouement. And more importantly, it will leave you with a deep and nuanced understanding of the Crown Prince's thinking and its implications for Saudi Arabia and the entire Middle East." বইটিতে প্রকাশিত তথ্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিলাসবহুল জীবনযাপন সামনে নিয়ে এলো আমেরিকার গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট পত্রিকা । গণমাধ্যমটি বলছে, মালদ্বীপে ব্যক্তিগত দ্বীপে বিভিন্ন দেশের মডেলদের নিয়ে বিলাসবহুল পার্টির আয়োজন করেছিলেন এই যুবরাজ। ২০১৫ সালে জুলাইয়ে দ্বীপটিতে একমাস ধরে এ পার্টি চলে।নিউইয়র্ক পোস্ট জানায়, ওয়াল স্ট্রিট জার্নালের দুই সাংবাদিক Bradley Hope ( ব্র্যাডলি হোপ) ও Justin Scheck (জাস্টিন শেক) প্রকাশিত একটি বইতে যুবরাজের এ বিলাসী জীবনের কথা উঠে আসে।এ দুই সাংবাদিক দীর্ঘদিন ধরে সৌদি রাজপরিবারের তথ্য অনুসন্ধান করে আসছেন। ১ সেপ্টেম্বর তাদের লেখা Blood and Oil: Mohammed bin Salman's Ruthless Quest for Global Power নামে বইটি প্রকাশিত হয়। এতে বলা হয়, ২০১৫ সালের জুলাইয়ে ওই পার্টির জন্য ব্রাজিল, রাশিয়াসহ অন্যান্য দেশ থেকে আনা হয় প্রায় ১৫০ জন নারী মডেল। মধ্যপ্রাচ্যের ‘কয়েক ডজন’ পুরুষের সঙ্গে পার্টিতে যোগ দেন তারা। Some 150 beautiful women, flown in from Brazil, Russia and elsewhere, were ferried to a private island in the Maldives to party with just a “few dozen” men from the Middle East. পার্টিতে বিনোদনের জন্য নিয়ে আসা হয় নামকরা সব তারকা শিল্পীকে। যাদের মধ্যে ছিলেন পিটবুল, গ্যাংনাম খ্যাত কোরীয় র্যাপার সাই ও ডিজে আফ্রোজ্যাক। এমনকি জেনিফার লোপেজ ও শাকিরার মতো বিশ্বতারকারাও সেখানে পারফর্ম করেন।“Only after the testing was done and the women had settled into their villas did the seaplanes carrying Mohammed bin Salman and his friends arrive,” write the authors, two Wall Street Journal reporters who spent years investigating the monarch.For entertainment, MBS hired big names from around the world, including Pitbull, “Gangnam Style” Korean rapper Psy and DJ Afrojack.Jennifer Lopez and Shakira were also set to perform, according to Private Island News.The men slept most of the day. But as the sun set, they emerged, ready to party.১৫০ মডেলদের নিয়ে নৌকাগুলো দ্বীপে পৌঁছানোর আগে আলাদা একটি মেডিকেল হাউসে তাদের যৌনরোগের পরীক্ষা করা হয়। এরপর তাদের বাগানবাড়িতে ঢুকতে দেয়া হয়। তখন এমবিএস ও তাদের বন্ধুদের বহনকারী সমুদ্র বিমানগুলো দ্বীপটিতে আসে। পার্টিতে ডিজে ও ড্যান্স আয়োজনেও অংশ নেন সৌদি যুবরাজ। মূলত সন্ধ্যার পর থেকে শুরু হতো অতিথিদের বিলাসী এ উৎসব, চলতো ভোর পর্যন্ত।One night, MBS got so excited during a performance by the stadium-filling Afrojack that he climbed onstage.“The men and models cheered when Mohammed took over the DJ table and started playing records of his choice while Afrojack skulked away muttering, careful to curse out loud only when he was out of the prince’s earshot,” the book says.The parties would often go until dawn. সেই পার্টির আয়োজক ছিলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তখন ২৯ বছর বয়সী সৌদি যুবরাজ দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি সৌদি আরবের উপ-প্রধানমন্ত্রী, একইসঙ্গে সিংহাসনের উত্তরাধিকারী। মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের একজন সৌদি যুবরাজ বিশ্বের শীর্ষ ধনীর তালিকাতেও রয়েছেন। তিনি এমবিএস নামে পরিচিত, যা তার পুরো নামের সংক্ষিপ্ত রূপ। The venue was Velaa, a private island in the Maldives “designed to be one of the world’s most luxurious and expensive destinations.”The island contained some four dozen private villas, many built on stilts overlooking the blue waters of the Indian Ocean. The quarters had private decks and swimming pools. Each came with its own butler. There was even a snow machine so visitors could frolic in an artificial blizzard on the tropical beach.মালদ্বীপের ‘ভেলা’ নামের ওই ব্যক্তিগত দ্বীপে প্রায় এক মাস ধরে পার্টি চলে। বিশ্বের অন্যতম বিলাসবহুল ও ব্যয়বহুল এই দ্বীপটি এক মাসের জন্য ৫০ মিলিয়ন ডলার দিয়ে দ্বীপটি ভাড়া নিয়েছিলেন এমবিএস। The cost was a whopping $50 million, according to the book. Each of the resort’s more than 300 staffers would get a $5,000 bonus on top of what would be generous cash tips. Those same workers usually earned just $1,000 to $1,200 a month.পার্টিতে খরচ হয় প্রায় পাঁচ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রা যা প্রায় ৪২৪ কোটি টাকা। রিসোর্টের ৩০০ জনেরও বেশি কর্মী নগদ টিপসের বাইরে পাঁচ হাজার ডলার করেও বোনাস পেয়েছেন। সাধারণত মাসে এক হাজার ডলার থেকে ১ হাজার ২০০ ডলার আয় করে থাকেন তারা।নিউইয়র্ক পোস্ট আরও জানায়, এ পার্টির বিষয়টিকে গোপন রাখতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন এমবিএস ও তার কর্মীরা। এ জন্য এত বেশি অর্থ খরচ করেছেন তিনি। গোপনীয়তা নিশ্চিত করতে, দ্বীপে কাউকে স্মার্টফোন আনতেও দেওয়া হয়নি। যোগাযোগের জন্য কেবল নকিয়া ৩৩১০ মডেলের মোবাইল ব্যবহারের অনুমতি ছিল। এই নিয়ম ভঙ্গ করায় দুই কর্মচারীকে বরখাস্তও করা হয়।Seymour Hersh বলেন,"This is as close to the truth, to the real story of the corruption, vulgarities, horrors, and lies of the Kingdom and its current despot as we are likely to get. It also can be read as a Shakespearean story of utter greed."  ( Chain of Command)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যে গাছ ইহুদিদের আশ্রয় দেবে অর্থাৎ ইহুদিদের বন্ধু গাছ

রক্তপাতহীন মক্কা বিজয়ের দিন আজ

খন্দক যুদ্ধ কারণ ও ফলাফল