বিশ্বের বিভিন্ন ধর্মের অনুসারী
মো.আবু রায়হানঃআল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, নিশ্চয় আল্লাহর কাছে মনোনিত ধর্ম ইসলাম।মানুষের তৈরি কোনো ধর্ম বিশ্বাস আল্লাহ তায়ালা গ্রহণ করবেন না।পৃথিবীর মোট ধর্মের সংখ্যা কত ? আপনি তা জানলে খুবই অবাক হবেন। Adherents.com এর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মোট ধর্মের সংখ্যা ৪,৩০০। তবে সংখ্যাটা এর বেশিও হতে পারে।একটি পরিসংখ্যানে জানা যায়, বিশ্বে বিভিন্ন ধর্মের অনুসারীর সংখ্যার দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে খ্রীস্টান ধর্ম। ২০১৩ সনের পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর সাত'শ কোটি মানুষের মধ্যে খ্রীস্টান ধর্ম অনুসারী ৩৩%। সে হিসেবে সারা বিশ্বে খ্রীস্টান ধর্মালম্বীদের সংখ্যা প্রায় ২০০ কোটি।এর পরের অবস্থান ইসলাম ধর্মের। বিশ্বজুড়ে মুসলমানের সংখ্যা প্রায় ১৫০ কোটি। সাত’শ কোটি মানুষের মধ্যে মুসলমান তথা ইসলাম ধর্মের অনুসারী হচ্ছে ২১ শতাংশ। পৃথিবীতে দ্রুত সম্প্রসারমান ধর্মের মধ্যে ইসলাম ধর্ম এক নম্বরে।সাম্প্রতিক পিউ রিসার্চ সেন্টারের জরিপ অনুযায়ী, ২০৫০ সাল নাগাদ ইসলাম বিশ্বে এক নম্বর ধর্ম হিসেবে স্থান করে নেবে।
ধর্ম |
অনুসারী |
শতকরা হার |
২.৩ বিলিয়ন |
২৯% |
|
১.৯ বিলিয়ন |
২৪% |
|
ধর্ম নিরপেক্ষ
/ নাস্তিক |
১.১ বিলিয়ন |
১৪% |
১.১ বিলিয়ন |
১৪% |
|
৫০৬ মিলিয়ন |
৬% |
|
চিনা ঐতিহ্যবাহী
ধর্ম |
৩৯৪ মিলিয়ন |
৫% |
ক্ষুদ্র নৃগোষ্ঠী |
৩০০ মিলিয়ন |
৩% |
আফ্রিকান
ঐতিহ্যবাহী ধর্ম |
১০০ মিলিয়ন |
১.২% |
২৩ মিলিয়ন |
০.২৯% |
|
প্রেতচর্চা |
১৫ মিলিয়ন |
০.১৯% |
১৪ মিলিয়ন |
০.১৮% |
|
৭.০ মিলিয়ন |
০.০৯% |
|
৪.২মিলিয়ন |
০.০৫% |
|
৪.০ মিলিয়ন |
০.০৫% |
|
চাও ডাই |
৪.০ মিলিয়ন |
০.০৫% |
জরোথ্রস্ট |
২. ৬ মিলিয়ন |
০.০৩% |
টেনারিকিউ |
২.০ মিলিয়ন |
০.০২% |
সর্বপ্রাণবাদ |
১. ৯ মিলিয়ন |
০.০২% |
১.০ মিলিয়ন |
০.০১% |
|
বিশ্বজনীন একেশ্বরবাদ |
০. ৮ মিলিয়ন |
০.০১% |
০ .৬ মিলিয়ন |
০.০০৭% |
|
মোট |
৭ .৭৯ বিলিয়ন |
১০০% |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন