বিশ্বের বিভিন্ন ধর্মের অনুসারী



মো.আবু রায়হানঃআল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, নিশ্চয় আল্লাহর কাছে মনোনিত ধর্ম ইসলাম।মানুষের তৈরি কোনো ধর্ম বিশ্বাস আল্লাহ তায়ালা গ্রহণ করবেন না।পৃথিবীর মোট ধর্মের সংখ্যা কত ? আপনি তা জানলে খুবই অবাক হবেন। Adherents.com এর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মোট ধর্মের সংখ্যা ৪,৩০০। তবে সংখ্যাটা এর বেশিও হতে পারে।একটি পরিসংখ্যানে জানা যায়, বিশ্বে বিভিন্ন ধর্মের অনুসারীর সংখ্যার দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে খ্রীস্টান ধর্ম। ২০১৩ সনের পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর সাত'শ কোটি মানুষের মধ্যে খ্রীস্টান ধর্ম অনুসারী ৩৩%। সে হিসেবে সারা বিশ্বে খ্রীস্টান ধর্মালম্বীদের সংখ্যা প্রায় ২০০ কোটি।এর পরের অবস্থান ইসলাম ধর্মের। বিশ্বজুড়ে মুসলমানের সংখ্যা প্রায় ১৫০ কোটি। সাত’শ কোটি মানুষের মধ্যে মুসলমান তথা ইসলাম ধর্মের অনুসারী হচ্ছে ২১ শতাংশ। পৃথিবীতে দ্রুত সম্প্রসারমান ধর্মের মধ্যে ইসলাম ধর্ম এক নম্বরে।সাম্প্রতিক পিউ রিসার্চ সেন্টারের জরিপ অনুযায়ী, ২০৫০ সাল নাগাদ ইসলাম বিশ্বে এক নম্বর ধর্ম হিসেবে স্থান করে নেবে।

      ধর্ম  

         অনুসারী   

            শতকরা হার         

  খ্রিস্টান

২.৩ বিলিয়ন

২৯%

 ইসলাম

১.৯ বিলিয়ন

২৪%

        ধর্ম নিরপেক্ষ / নাস্তিক

১.১ বিলিয়ন

১৪%

       হিন্দু

১.১ বিলিয়ন

১৪%

         বৌদ্ধ

৫০৬ মিলিয়ন

৬%

        চিনা ঐতিহ্যবাহী ধর্ম

৩৯৪ মিলিয়ন

৫%

       ক্ষুদ্র নৃগোষ্ঠী

৩০০ মিলিয়ন

৩%

     আফ্রিকান ঐতিহ্যবাহী ধর্ম   

১০০ মিলিয়ন

১.২%

                 শিখ

২৩ মিলিয়ন

.২%

        প্রেতচর্চা

১৫ মিলিয়ন

.১৯%

                ইহুদি

১৪ মিলিয়ন

.১৮%

                 বাহাই

. মিলিয়ন

.০৯%

                 জৈন

৪.২মিলিয়ন

.০৫%

            শিন্টো (জাপান)

. মিলিয়ন

.০৫%

        চাও ডাই 

. মিলিয়ন

.০৫%

        জরোথ্রস্ট

. মিলিয়ন

.০৩%

              টেনারিকিউ

২.০ মিলিয়ন

.০২%

              সর্বপ্রাণবাদ

 . মিলিয়ন

.০২%

             নব পৌত্তলিক

. মিলিয়ন

.০১%

        বিশ্বজনীন একেশ্বরবাদ

০. ৮ মিলিয়ন

.০১%

             রাস্টাফারিয়ান

০ .৬ মিলিয়ন

.০০৭%

মোট

.৭৯ বিলিয়ন


১০০%

 (তথ্যসুত্র -ইন্টারনেট)


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যে গাছ ইহুদিদের আশ্রয় দেবে অর্থাৎ ইহুদিদের বন্ধু গাছ

খন্দক যুদ্ধ কারণ ও ফলাফল

রক্তপাতহীন মক্কা বিজয়ের দিন আজ