মো.আবু রায়হানের কবিতা

কোথায় আলী সাইফুল্লাহ
জাগবে না তুমি, ঘুমে রবে? 
নাঙ্গা তলোয়ার নাও হাতে, 
হও আগুয়ান আজি সবে। 

মুসলিমের খুনে বিশ্ব লাল
আবার আসিছে কারবালা, 
শোকের মাতমের নয়রে দিন
কেন নিরব মিছে হরবোলা।

জাগবে তারিক, মুহাম্মদ
বিশ্ব বিজয়ী মুসলিম বীর, 
ধরার বুকে বুলন্দ হবে
তাওহিদের সেই তাকবীর।

আসবে ফিরে সেই সুদিন
মিলিবে মানবের মুক্তি, 
নিপীড়িত নিঃস্ব ফিরে পাবে
বেঁচে থাকার সাহস শক্তি। 
     ৬/৪/২০১৮ ঈসায়ী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যে গাছ ইহুদিদের আশ্রয় দেবে অর্থাৎ ইহুদিদের বন্ধু গাছ

রক্তপাতহীন মক্কা বিজয়ের দিন আজ

খন্দক যুদ্ধ কারণ ও ফলাফল