আল্লাহর ওপর ভরসা কেমন হওয়া উচিত?

 

মো.আবু রায়হান : আল্লাহর ওপর ভরসা করা মুসলিমদের আবশ্যকীয় কর্তব্য।আরবি তাওয়াক্‌কুলের’ অর্থই হলো আল্লাহকে নিজের অভিভাবক নিযুক্ত করা এবং তাঁর উপর পূর্ণভাবে ভরসা করা।‘(হে রাসূল) বলুন, আমার পক্ষে আল্লাহই যথেষ্ট। তাওয়াক্‌কুলকারীরা তাঁর উপরই নির্ভর করে।’ (যুমার আয়াত - ৩৮)।বিশুদ্ধতার সাথে আল্লাহর উপর ভরসার সাথে আবশ্যক হলো জীবিকার উপায়-উপকরণ অনুসন্ধান করা ও কাজ করা। কাজ না করে আল্লাহ রিজিকের মালিক, তিনিই খাওয়াবেন,তিনিই করোনা থেকে রক্ষা করবেন। আপনার কথা সঠিক। আপনার কথায় যথেষ্ট পরিমাণে আল্লাহর ওপর ভরসা আছে কিন্তু আগেই বলেছি, আল্লাহর উপর ভরসার সাথে আবশ্যক হলো জীবিকার উপায়-উপকরণ অনুসন্ধান করা ও কাজ করা। এ কাজটি আপনাকেই করতে হবে। আল্লাহ আপনাকে এমনি এমনি মুখে তুলে খাওয়াবেন না। আপনি চেষ্টা করবেন, চেষ্টার ফল দেবেন আল্লাহ। আল্লাহর ওপর ভরসা কেমন হবে এ সংক্রান্ত একটি হাদিস জেনে নেই, ‘একদিন, নবী (সা.) এক বেদুইনকে লক্ষ্য করলেন যে, সে তার উটটি না বেঁধে চলে যাচ্ছে। তখন তিনি বেদুইনকে জিজ্ঞাসা করলেন, ‘তুমি তোমার উটটি বেঁধে রাখছো না কেন?’
জবাব বেদুইন বললো, ‘আমি ইশ্বরের (আল্লাহ) উপর ভরসা রেখেছি।’ তখন নবী (সা.) বললেন, ‘তোমার উটটি আগে বেঁধে রাখ, তারপর আল্লাহ উপর আস্থা রাখ।’( তিরমিযী) ।হাত-পা গুটিয়ে ঘরে বসে থাকার নাম আল্লাহর উপর ভরসা (তাওয়াক্কুল) নয়, বরং আল্লাহর দেয়া সুযোগ সুবিধা ও উপায় উপকরণসমূহ কাজে লাগিয়ে ফলাফলের জন্য তাঁর উপর নির্ভর করার নামই হচ্ছে আল্লাহ ভরসা।আল্লাহর ওপর ভরসার উৎকৃষ্ট উদাহরণ হলো নবী (সা.) মক্কা হতে মদিনা হিজরতের সময় ছওর গুহায় অবস্থান করছিলেন। এ সময় বাইরে কাফের মুশরিকদের কোলাহল শব্দ শোনে নবী (সা.)'র সঙ্গী হযরত  আবু বকর (রা.) ভয় পেয়ে গেলেন। ভাবলেন এই বুঝি ধরা পড়তে হয়,আমরা তো দুজন মাত্র। নবী (সা.)আবু বকরের অভিব্যক্তি বুঝতে পেরে বললেন, 
 হে আবু বকর! আল্লাহ্ আমাদের তৃতীয় জন। অর্থাৎ আমাদের সাহায্যকারী।” (বুখারী ও মুসলিম)।যে কথা পবিত্র কুরআনে আল্লাহ্ এভাবে বর্ণনা করেছেন: “যখন তাকে কাফেররা বহিষ্কার করেছিল, তিনি ছিলেন দুজনের একজন, যখন তারা গুহার মধ্যে ছিলেন। তখন তিনি আপন সঙ্গীকে বললেন, বিষন্ন হয়ো না, আল্লাহ্ আমাদের সাথে আছেন।"এই করোনা মহামারিসহ যেকোনো বিপদ আপদ দুর্যোগে আমাদের ভরসা করতে হবে আল্লাহর ওপর। সাথে সাথে নিজেদের সচেতন ও বিপদ হতে পরিত্রাণের উপায় খুঁজতে হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যে গাছ ইহুদিদের আশ্রয় দেবে অর্থাৎ ইহুদিদের বন্ধু গাছ

রক্তপাতহীন মক্কা বিজয়ের দিন আজ

খন্দক যুদ্ধ কারণ ও ফলাফল