ছড়া ও কবিতা


 

স্মরণ 

এখনো কী জেগে থাকো
ছাদে গিয়ে চাঁদকে দেখ, 
মনের ভেতর স্বপ্ন আঁক
জোৎস্নার রঙ গায়ে মাখ?

সন্ধ্যা রাতে চেরাগ জ্বেলে 
ঝিঁঝিঁ পোকার শব্দ শোনো, 
আমার আসার প্রতীক্ষাতে
বাতায়ন খুলে প্রহর গুনো।

কদম গাছের বৃক্ষ তলায়
নিরব ধ্যানে ঘুম কি পায়, 
পাখ পাখালির কলরবে
উড়তে তোমার মন কি চায়?

ভাবনা

দেশ নিয়ে ভাবতে
মনটা তো চায় না ,
নিজের ভাবনাটা 
একদম খারাপ না। 

দেশ যাক রসাতলে
তাতে কিছু আসে না, 
অনেককে দেখি তো
দেশের খবর রাখে না।

তাদের কি পেটে ভাত
দুবেলা জোটে না, 
তবে কেন খামাখা
ভাবনাটা কমে না।  

দেশ নিয়ে ভাবনার
কিছু লোক আছে না, 
রাজপথে হুংকার
কিছুতেই থামে না।

দেশ নিয়ে অনেকের
কলমটাই চলে না, 
ভয়ে সদা অস্থির
কি হবে জানে না।

ঘসেটি মীরজাফরে
ভরে গেছে দেশটা, 
যুগযুগ থেকে যাবে
ওদের ওই রেশটা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যে গাছ ইহুদিদের আশ্রয় দেবে অর্থাৎ ইহুদিদের বন্ধু গাছ

রক্তপাতহীন মক্কা বিজয়ের দিন আজ

খন্দক যুদ্ধ কারণ ও ফলাফল