কুরআন হাদিস ও বিজ্ঞান - ১
ইসলামের সঙে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব বা সংঘাত নেই।ইসলামে আছে যাবতীয় সমস্যার সমাধান।সেই ক্ষেত্রে আল কুরআন হচ্ছে যাবতীয় জ্ঞানের আকর গ্রন্থ। আল্লাহ পাক বলেন -তিনি তোমাকে তাই শিখিয়েছেন যা তুমি জানতে না।( সুরা বাকানো -২৩৫ ) আল্লাহ পাক বলেন -আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে হচ্ছে মহাকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টি, আর তোমাদের ভাষা ও তোমাদের বর্ণের বৈচিত্র্য। নিশ্চয় এতে জ্ঞানীদের জন্যে নিদর্শনাবলী রয়েছে। (সূরা রুম, আয়াত- ২২)
আইনস্টাইন বলেছিলেন -Science without religion is lame, religion without science is blind যদিও বিজ্ঞানের ওপর কুরআন নির্ভরশীল নয় বরং বর্তমানের যত আবিষ্কার এবং ভবিষ্যতে যা আবিষ্কৃত হবে সবকিছুর ইশারা কুরআনে বর্ণিত হয়েছে। সেই হিসেবে কুরআন হচ্ছে এক দিক দিয়ে বিজ্ঞানের গ্রন্থও বটে। কয়েকটি পর্বে কুরআন ও হাদিসের সঙে বিজ্ঞানের সম্পর্ক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজ প্রথম পর্ব।
রাসূল্লাহ (সা.) বলেছেন, ‘পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম।’ (মুসলিম ১৬৫৫)
বিজ্ঞান বলে, স্বর্ণ এমন একটি পদার্থ যা স্কিনের সঙ্গে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায়। আর তার পরিমান যদি ২.৩ হয় তাহলে মানুষ তার আগের স্মৃতি সব হারিয়ে ফেলবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন