চাই ভাইরাল ভিডিও
আপনি খেয়ে কিংবা না খেয়ে থাকেন। দুবেলা খান বা একবেলা খান। পকেটে টাকা থাকুক আর না থাকুক। আপনার চাই একটি এনড্রয়েড মোবাইল ফোন। এটি হতে পারে আপনার মৃত্যুর পর বিশ্বস্ত বন্ধু ও ভাইরাল সাক্ষী। আপনি রাস্তা ঘাটে যেখানেই চলাফেরা করেন না কেন আপনার পকেটে ফুল চার্চের একটি ভিডিও ফোন থাকা চাই। যখন হঠাৎ কোথাও আপনি কোপাকুপির মধ্যে পড়েছেন বা কোপ খাচ্ছেন তখন আপনার ভিডিওটার ক্যামেরা অন করে দিয়ে দেন কাউকে। দুপা ধরে তাকে অনুরোধ করে বলবেন ভাই জীবনের শেষ উপকার টুকু করেন। আমাকে কোপানোর দৃশ্যটা ধারণ করে পরবর্তীতে সোসাল মিডিয়ায় দয়া করে ভাইরাল করে দিয়েন। আমাকে কোপানোর দৃশ্য দেখে ঘুমন্ত জাতি জেগে উঠবে। ভাইরাল ভিডিও আমার হয়ে সাক্ষ্য দেবে। আমার হত্যাকারীর বিচার হবে।এতে আমার আত্মা শান্তি পাবে। এদেশে যাদের কোপানোর ভিডিও নেই। যেসব নিহতরা বড়ই অভাগা। তাদের কিছুই ভাইরাল হয় না। তারা ন্যায় বিচারও পায় না না। মৃত্যু পরবর্তী আমার খুনের নির্মোহ সাক্ষী হবে আমার ভাইরাল ভিডিও। আজ নুসরাতের ভাইরালের ভিডিও না থাকলে নুসরাতের খুনিরা অধরা থেকে যেতো। বিশ্বজিতের ভিডিও না থাকলে তার হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড হতো না। রিফাতের খুনীরাও রেহাই পাবে না কারণ তার ভিডিও ভাইরাল হয়েছে।কিন্তু যাদের কোপানোর ও খুনের ভিডিও নেই। ভিডিও ভাইরাল হয়নি। তাদের কী হবে? তাই দয়া করে ভাই আমাকে কোপানোর দৃশ্যটা ভাইরাল করে দিয়েন। যদি মৃতুর পরেও একটু ন্যায় বিচার পাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন