আমার আগের লেখা একটি কবিতা

আমার জীবন তরী বাইয়া হইলাম দিশেহারা,
কূল নাইরে ঘাট নাইরে,আজি দেখি সন্ধ্যা তারা।
কই রাখিব সাধের তরী, কই করিব দেরী,
ধুকে ধুকে বাইয়া চলে আমার জীবন তরী।
আসিবে কখন ডাক যে আমার সদা তারে স্মরি,
জীবন হইল আঁধার রাতি দেহিনা চোখে হরি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যে গাছ ইহুদিদের আশ্রয় দেবে অর্থাৎ ইহুদিদের বন্ধু গাছ

রক্তপাতহীন মক্কা বিজয়ের দিন আজ

খন্দক যুদ্ধ কারণ ও ফলাফল