বিতর্কিত ওয়াজ
আজকাল কিছু বক্তার ওয়াজ ইউটিউবে দেখে মনে খটকা লাগে। একই সঙে তাদের বয়ানের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠে। ইসলামের মৌলিক বিষয় নিয়ে কোনো মতবিরোধ নেই কিন্তু কিছু বিষয় যা আলোচনা না করলেও চলে এমন বিষয়ের অবতারণা করে ইসলামকে বিতর্কিত ও সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে এসব বক্তব্যে। যেমন
#নবীজি নুরের না মাটির তৈরি,
#নবীজি ঈমানদার ও মুসলমান ছিলেন না,
#কথায় কথায় মানুষকে কাফির ফতোয়া,
#নবীজি জীবিত না মৃত
#কিয়াম করা যাবে কি, যাবে না ইত্যাদি বিষয়ের অবতরণা।
এসব বিষয়ে কিছু যুক্তিহীন মনগড়া, হাদিস কুরআনের সঠিক দলীল পেশ না করে বয়ান দিয়ে উত্তপ্ত পরিবেশের তৈরি করা হচ্ছে। সেই সঙে ইসলাম যে মানবিক ঐক্যের এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা সেই সৌন্দর্য্যের ধর্মকে বিতর্কিত করা হচ্ছে।অথচ আল্লাহ তায়ালা বলেন -
তোমাদের মধ্য থেকে এমন একদল লোক বেরিয়ে আসুক যারা ভালো সব কিছুর প্রতি আহ্বান জানাবে, সৎ কাজের দেবে নির্দেশ এবং নিষেধ করবে মন্দ কাজে; তারাই হবে সফলকাম। ওদের মতো হয়ো না যারা নিজেরাই বিভক্ত এবং সুস্পষ্ট নিদর্শন লাভের পরও এ নিয়ে বিরোধিতায় লিপ্ত হয় : তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি।
-(আলে ইমরান,)
আরেকটি আয়াতে আমরা পড়ি :
إِنَّ الَّذِينَ فَرَّقُواْ دِينَهُمْ وَكَانُواْ شِيَعًا لَّسْتَ مِنْهُمْ فِي شَيْءٍ إِنَّمَا أَمْرُهُمْ إِلَى اللّهِ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا كَانُواْ يَفْعَلُونَ
নিশ্চয় যারা স্বীয় ধর্মকে খন্ড-বিখন্ড করেছে এবং অনেক দল হয়ে গেছে, তাদের সাথে আপনার কোন সম্পর্ক নেই। তাদের ব্যাপার আল্লাহ তা'আয়ালার নিকট সমর্পিত। অতঃপর তিনি বলে দেবেন যা কিছু তারা করে থাকে।
As for those who divide their religion and break up into sects, thou hast no part in them in the least: their affair is with Allah. He will in the end tell them the truth of all that they did.
-Surah Al Anam, Ayat 159
সবশেষে কবি নজরুল ইসলামের কবিতার পংক্তি দিয়ে বলা যায় -
বিশ্ব যখন এগিয়ে চলেছে,
আমরা তখনও বসে-
বিবি তালাকের ফতোয়া খুঁজেছি,
ফিকাহ ও হাদিস চষে ”
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন