#অদ্ভুত অনিয়ম

#এদেশে ২৫ বছর না হলে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য হতে পারবেন না।
#৩৫ বছর না হলে প্রেসিডেন্ট হতে পারবেন না।
বুড়ো বয়সে মন্ত্রী এমপি হতে পারবেন। কিন্তু ৩০ বছর পার হলে আপনি সরকারি জবে ঢুকতে পারবেন না। আপনার মেধাকে এখানেই গলাটিপে হত্যা করা হচ্ছে। আপনার স্বপ্নকে বয়স সীমা নামের বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ এদেশে পড়াশোনা শেষ করে মাস্টার্সের সার্টিফিকেট নিতে লাগে ২৬, ২৭ বছর। দুই তিন বছরেই আপনার আজীবনের লালিত স্বপ্ন বাস্তবায়নের সীমা রেখা বেধে দেওয়া হচ্ছে। এসময়ের মধ্যে এদেশে কাঙ্ক্ষিত জব জোগাড় করা দুরূহ ও কল্পনাতীত। অথচ বিশ্বের ১৫৫টি দেশে চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ এর ওপরে। আবার কোনো কোনো দেশে নির্ধারিত বয়স সীমা নেই। কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল একটি রাষ্ট্রে তরুণ সমাজ চাকরির বয়স সীমার গ্যাঁড়াকলে আটকে পড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। রাষ্ট্র এক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা না নিয়ে আইন করে তাদের মেধা ও মননশীলতা বিকশিত করার সব পথ রুদ্ধ করে রেখেছে। যা রীতিমতো মানবাধিকার ও মৌলিক অধিকারের সুষ্পষ্ট লংঘন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যে গাছ ইহুদিদের আশ্রয় দেবে অর্থাৎ ইহুদিদের বন্ধু গাছ

রক্তপাতহীন মক্কা বিজয়ের দিন আজ

খন্দক যুদ্ধ কারণ ও ফলাফল