#এদেশে ২৫ বছর না হলে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য হতে পারবেন না।
#৩৫ বছর না হলে প্রেসিডেন্ট হতে পারবেন না।
বুড়ো বয়সে মন্ত্রী এমপি হতে পারবেন। কিন্তু ৩০ বছর পার হলে আপনি সরকারি জবে ঢুকতে পারবেন না। আপনার মেধাকে এখানেই গলাটিপে হত্যা করা হচ্ছে। আপনার স্বপ্নকে বয়স সীমা নামের বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ এদেশে পড়াশোনা শেষ করে মাস্টার্সের সার্টিফিকেট নিতে লাগে ২৬, ২৭ বছর। দুই তিন বছরেই আপনার আজীবনের লালিত স্বপ্ন বাস্তবায়নের সীমা রেখা বেধে দেওয়া হচ্ছে। এসময়ের মধ্যে এদেশে কাঙ্ক্ষিত জব জোগাড় করা দুরূহ ও কল্পনাতীত। অথচ বিশ্বের ১৫৫টি দেশে চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ এর ওপরে। আবার কোনো কোনো দেশে নির্ধারিত বয়স সীমা নেই। কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল একটি রাষ্ট্রে তরুণ সমাজ চাকরির বয়স সীমার গ্যাঁড়াকলে আটকে পড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। রাষ্ট্র এক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা না নিয়ে আইন করে তাদের মেধা ও মননশীলতা বিকশিত করার সব পথ রুদ্ধ করে রেখেছে। যা রীতিমতো মানবাধিকার ও মৌলিক অধিকারের সুষ্পষ্ট লংঘন।
মো.আবু রায়হান: কিয়ামত সংঘটিত হবার পূর্বে হযরত ঈসা (আ.) এর সঙ্গে দাজ্জালের জেরুজালেমে যুদ্ধ হবে। সেই যুদ্ধে ইহুদিরা দাজ্জালের পক্ষাবলম্বন করবে। হযরত ঈসা (আ.) দাজ্জালকে হত্যা করবেন।এদিকে ইহুদিরা প্রাণ ভয়ে পালাতে চেষ্টা করবে। আশেপাশের গাছ ও পাথর/ দেয়ালে আশ্রয় নেবে। সেদিন গারকাদ নামক একটি গাছ ইহুদিদের আশ্রয় দেবে। গারকাদ ইহুদীবান্ধব গাছ।গারকাদ একটি আরবি শব্দ। এর অর্থ হল কাটাওয়ালা ঝোঁপ।গারকাদ এর ইংরেজী প্রতিশব্দ Boxthorn। Boxএর অর্থ সবুজ ঝোঁপ এবং thorn এর অর্থ কাঁটা। এ ধরনের গাছ বক্সথর্ন হিসেবেই পরিচিত। এই গাছ চেরি গাছের মতো এবং চেরি ফলের মতো লাল ফলে গাছটি শোভিত থাকে। ইসরায়েলের সর্বত্র বিশেষত অধিকৃত গাজা ভূখন্ডে গারকাদ গাছ ব্যাপকহারে দেখতে পাওয়া যায়।ইহুদিরা কোথাও পালাবার স্থান পাবে না। গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে, হে মুসলিম! আসো, আমার পিছনে একজন ইহুদী লুকিয়ে আছে। আসো এবং তাকে হত্যা কর। পাথর বা দেয়ালের পিছনে পলায়ন করলে পাথর বা দেয়াল বলবে, হে মুসলিম! আমার পিছনে একজন ইহুদী লুকিয়ে আছে, আসো! তাকে হত্যা কর। তবে গারকাদ নামক গাছ ইহুদিদেরকে ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন