নাইজেরিয়া
নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র। পশ্চিমে বেনিন , পূর্বে চাদ ও ক্যামেরুন , উত্তরে নাইজার এবং দক্ষিণে গিনি উপসাগর অবস্থিত। নাইজেরিয়ার নাম শুনলে প্রথমেই মনে আসে আফ্রিকার বৃহৎ তেল উৎপাদনকারী দেশের কথা। এছাড়া চলচ্চিত্র ও সঙ্গীতের জন্য রয়েছে দেশটির সুনাম। তবে দুর্নীতির জন্যেও দেশটি অনেকের কাছে পরিচিত। তবে এই জানার বাইরেও রয়েছে নাইজেরিয়ার ঐতিহ্য ও সংস্কৃতির দীর্ঘ ইতিহাস। রাজধানীঃ আবুজা ও সবচেয়ে বড় শহর । শহরটিকে ১৯৮০-র দশকে পরিকল্পিতভাবে উপকূলীয় ঘনবসতিপূর্ণ শহর লেগোসের বিকল্প রাজধানী শহর হিসেবে নির্মাণ করা হয়। ১৯৯১ সালের ১২ই ডিসেম্বর লেগোসের পরিবর্তে আবুজাকে রাজধানীর মর্যাদা দান করা হয়। আয়তনঃ ৯ লাখ ২৩ হাজার ৭৬৮ বর্গকিলোমিটার আয়তনের জনসংখ্যাঃ দেশটিতে প্রায় ২০ কোটি মানুষের বসবাস। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ এটি। জনসংখ্যা ও অর্থনীতির বিচারে নাইজেরিয়াকে আফ্রিকার দৈত্য হিসেবে বিবেচনা করা হয়। জাতিগোষ্ঠীঃহাউসা ২১% , ইউরুবা ২১% , ইবো ১৮% ও ফুলানি ১১%।ছোট-বড় প্রায় ৫০০ টি জাতিগোষ্ঠীর বাস এখানে। ভাষাঃ নাইজেরিয়ার সরকারি ভাষা ইংরেজি হলেও ইয়োরুবা , ইগবো ও হাউসা ভাষা তি...