গাম্বিয়া
পশ্চিম আফ্রিকার মুসলিমপ্রধান একটি দেশ গাম্বিয়া।রাষ্ট্রীয় নাম গাম্বিয়া ইসলামি প্রজাতন্ত্র।এটি আফ্রিকা মহাদেশের মূল ভূখন্ডের ক্ষুদ্রতম দেশ। গাম্বিয়া নদী থেকেই মূলত দেশটির নামকরণ। নদীটি দেশের প্রায় মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। আর এই নদীকে কেন্দ্র করেই মূলত গাম্বিয়া গড়ে উঠেছে। এটি উত্তর , পূর্ব ও দক্ষিণ দিকে সেনেগাল দ্বারা পরিবেষ্টিত। রাজধানীঃ বন্দর শহর বাঞ্জুল দেশটির রাজধানী। সেরেকুন্দা দেশের বৃহত্তম শহর। আয়তনঃ আয়তন মাত্র ১০ হাজার ৩৮০ বর্গ কি . মি . ( ১৬৪তম ) । বাংলাদেশের মোট আয়তনের চৌদ্দ ভাগের এক ভাগ। জনসংখ্যাঃ ২০ লাখ ৯২ হাজার ৭৩১ জন মানুষ। ( ওয়ার্ল্ড ফ্যাক্টবুক ) জাতিগোষ্ঠীঃ জাতিগোষ্ঠীর মানডিনকা ৪২ শতাংশ , ফুলা ১৮ শতাংশ , উলোফ ১৬ শতাংশ , জোলা ১০ শতাংশ , সেরাহুলি ৯ শতাংশ , অন্যান্য আফ্রিকান ৪ শতাংশ , নন - আফ্রিকান ১ শতাংশ। ধর্মঃগাম্বিয়ার ৯৫ ভাগ মানুষ মুসলিম , বাকি ৫ ভাগ রোমান ক্যাথলিক ও প্রটেস্ট্যান্ট সম্প্রদায়ের খ্রিস্টানরা। মুদ্রা ডালাসি। জাতিসংঘে যোগদান ২১ অক্টোবর ১৯৬৫ । ইতিহাস আফ্রিকার অন্যান্য রাষ্ট্রের মতো গাম্বিয়াও দাস ...