সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্য অঞ্চলে আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব কোনায় অবস্থিত। সাতটি আমিরাতকে সংযুক্ত করে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করে আরব দুনিয়ার এই দেশ। এগুলি একসময় ট্রুসিয়াল স্টেটস নামে পরিচিত ছিল। সংযুক্ত আরব আমিরাত মরুময় দেশএর উত্তরে পারস্য উপসাগর , দক্ষিণ ও পশ্চিমে সৌদি আরব , এবং পূর্বে ওমান ও ওমান উপসাগর। ১৯৭১ সালে দেশগুলি স্বাধীনতা লাভ করে। প্রতিটি আমিরাত একটি উপকূলীয় জনবসতিকে কেন্দ্র করে আবর্তিত এবং ঐ লোকালয়ের নামেই এর নাম। আমিরাতের শাসনকর্তার পদবী আমির। সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের নাম হল আবু ধাবি , আজমান , দুবাই , আল ফুজাইরাহ , রাআস আল খাইমাহ , আশ শারজাহ্ এবং উম্ম আল ক্বাইওয়াইন। আরব আমিরাতে রয়েছে অসংখ্য দৃষ্টিনন্দন ও গগণচুম্বী ভবন।স্বাধীনতার পর খুব কম সময়ে আরব আমিরাত বিশ্বের অন্যতম সুন্দর রাষ্ট্রে পরিণত হয়েছে। রাজধানীঃআবুধাবি রাজধানী ও দুবাই দেশের বৃহত্তম শহর। গোটা দেশের আয়তনের ৮৭ শতাংশ রাজধানীর দখলে। আয়তনঃ ৮৩ হাজার ৬০০ বরগকিলোমিটার ধর্মঃ মুসলমান ৯৬% যাদের ১৬% শিয়া । খ্রিস্টান ও হিন্দু । মুদ্রাঃ দিরহাম জাতিসংঘের যোগদান-১৯৭১ সালে । ও