বেনিন
বেনিন পশ্চিম আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এটি আফ্রিকার ক্ষুদ্রতর দেশগুলির একটি। পশ্চিম আফ্রিকার এ দেশটির পশ্চিমে টোগো , পূর্বে নাইজেরিয়া ও বুরকিনা ফাসো , উত্তরে নাইজার। দক্ষিণের উপকূল রেখা ঘেঁষে বেশির ভাগ মানুষের বাস। আটলান্টিক মহাসাগরের গালফ অব গুইনির অংশবিশেষে এর অবস্থান। রাজধানীঃ বেনিনের রাজধানী পোর্ট নভো আয়তন : এক লাখ ১৪ হাজার ৭৬৩ বর্গ কিমি। জনসংখ্যা: সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) তথ্য অনুযায়ী দেশটিতে বর্তমান জনসংখ্যা এক কোটি ১৩ লাখ ৪০ হাজার ৫০৪ জন। জাতিগোষ্ঠী : ফন ৩৯.২% , আদজা ১৫.২% , ইউরুবা ১২.৩% , বারিবা ৯.২% , ফুলা ৭% , ওত্তামারি৬.১% , কাবিয়া৪% , ড্যান্ডি ২.৫% , অন্যান্য ১.৬% , অনির্ধারিত ২.৯%। ধর্মঃ ২৭.৭ শতাংশ মুসলিম , ২৫.৫ শতাংশ রোমান ক্যাথলিক , ১১.৬ শতাংশ বৌদ্ধ , ৯.৫ শতাংশ খ্রিস্টানসহ বাকি আরো কিছু ধর্মবিশ্বাসের সংমিশ্রণ সেখানে রয়েছে। ভাষা : ফরাসি (সরকারি) , ফন , ইউরুবা মুদ্রা : পশ্চিম আফ্রিকান ফ্রেঞ্চ জাতিসংঘে সদস্যপদ : ২০ সেপ্টেম্বর ১৯৬০ ইতিহাস বেনিনের প্রাক্তন নাম ছিল দাহোমি । ঊনবিংশ শতাব্দীতে বেনিনে স্বাধীন দাহোমি রাজত্ব প্র...